---Advertisement---

দশমীর রাতেই যুগল আত্মঘাতী, তদন্তে পুলিশ

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,আউশগ্রাম: দশমীর রাতেই আত্মঘাতী হলো যুবক, যুবতী। রবিবার সকালে যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার করল গুসকরা পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে আলোড়ন ছড়িয়েছে পূর্ব বর্ধমানের আউশগ্রামের দিগনগর এলাকায়। এদিন দেহ দুটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিগনগরের মেবপাড়ার বাসিন্দা মৃত সোনামনি মুর্মু (২১) ও আদিবাসী পাড়ার গনেশ মেটে (২৪)। এদিন গনেশ মেটের মাটির বাড়ির দোতলার কড়ি কাঠের মধ্যে ওড়নার ফাঁসে দু’জনকে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। স্থানীয়রা পুলিশ কে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ দুটি উদ্ধার করে।

স্থানীয়দের একাংশের দাবি, কয়েক বছর আগে ওই এলাকায় সোনামনির বিয়ে হয়। তার একটি সন্তানও রয়েছে। কিন্তু মাস খানেক আগে পেশায় গাড়ির চালক গনেশের সাথে সোনামনি ফের পালিয়ে এসে বিয়ে করে। গতকাল সন্ধ্যায় প্রতিমা নিরঞ্জনের সময় গনেশকে নাচানাচি করতেও দেখা যায় এলাকায়। সম্পর্কের টানাপোড়েন নাকি বিবাহবহির্ভূত সম্পর্কের কারণে এই পরিণতি এব্যাপারে পুলিশ তদন্ত শুরু করেছে।

See also  আগামীকাল বর্ধমানে মুখ্যমন্ত্রী, প্রায় সাড়ে তিন লক্ষ আবেদনকারীর হাতে সরাসরি সুবিধা তুলে দেওয়া হবে
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---