---Advertisement---

গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার, আত্মহত্যা নাকি খুন – তদন্তে পুলিশ

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,রায়না: এক গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় আলোড়ন ছড়ালো রায়না থানার বুড়ার গ্রামে। বুধবার রায়না থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেলে পাঠিয়েছে। এদিকে মৃত্যুর ধরন ও কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে মৃতার প্রতিবেশীদের মধ্যে। অন্যদিকে মৃত গৃহবধূর পুত্র তার মায়ের মৃত্যু আত্মহত্যা নয় বলেই দাবি করেছে। পাশাপাশি তার মাকে খুন করা হয়েছে বলেও আশঙ্কা প্রকাশ করেছে।

বিজ্ঞাপন

কারণ হিসেবে মৃতের পুত্র দাবি করেছে, গত রাতেও সে একসঙ্গে খাওয়া দাওয়া সেরে ঘুমোনোর জন্য পাশের ঘরে শুয়ে পড়ে। তার মা কিছু কাজ সেরে শুতে আসছে বলে। এরপর সকালে ঘুম থেকে উঠে সে দেখে, গলায় ফাঁস লাগানো অবস্থায় খাটের ওপর আধ বসা অবস্থায় ঝুলছে তার মা। সে সন্দেহ প্রকাশ করেছে, গলায় দড়ি দিলে এইভাবে কেউ ঝুলতো না।

এরপর প্রতিবেশীদের জানালে তারাই রায়না থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। পাশাপাশি পুলিশ এই ঘটনায় এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে। জানা গেছে, গৃহবধূ বাড়িতে দুই পুত্র সন্তান নিয়ে থাকতেন। তার স্বামী কর্মসূত্রে বাইরে থাকেন। মাঝে মধ্যে বাড়ি আসতেন। ঘটনার রাতে পুত্র সন্তানের সঙ্গে খাওয়া দাওয়া করে স্বামীর‌ সঙ্গে ফোনে কথাও বলেন গৃহবধূ। সকালে ঘুম থেকে উঠে গৃহবধূর পুত্র পাশের ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় মা কে।

পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর কেস রুজু করে তদন্তে নেমেছে। পাশাপাশি ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। মৃতের পুত্র দাবি করেছে মায়ের মৃত্যুর কারণ আত্মহত্যা নয়, বরং হত্যা করা হয়েছে তার মা কে। পাড়ার এক ব্যক্তি তার মাকে জ্বালাতন করতো। পুলিশ ইতিমধ্যে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে এসেছে।

See also  সোশ্যাল মিডিয়ায় প্রতারণার ফাঁদ, কলকাতা থেকে বর্ধমানে গাড়ি কিনতে এসে প্রতারকদের খপ্পরে খোয়ালেন ২লক্ষ টাকা
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---