কালী পুজোর রাতে কালনায় ভয়াবহ দুর্ঘটনায় চার বাইক আরোহীর মৃত্যু, আহত এক

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক, কালনা: মোটর সাইকেল নিয়ে যাওয়ার সময় বলেরো পিক ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চার জনের মৃত্যুর ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো নাদনঘাট থানার হাটশিমলা এলাকার এসটিকেকে রোডে। দুর্ঘটনার পর স্থানীয়দের পাশাপাশি পুলিশের তৎপরতায় আশঙ্কাজনক অবস্থায় জখম চার বাইক আরোহী ও এক মহিলা কে কালনা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক চার জনকে মৃত ঘোষণা করেন। মৃত সকলেই নাদনঘাট এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গেছে। এই ঘটনায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে শহর জুড়ে।

বিজ্ঞাপন

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত্রে দুটো মোটর সাইকেলে চার জন এসটিকেকে রোড দিয়ে যাবার সময় উল্টো দিক থেকে আসা একটি পিক আপ ভ্যান সজোরে ধাক্কা মারে বাইক দুটিতে। তার আগে এক মহিলাকেও ধাক্কা মারে নিয়ন্ত্রণ হারায় পিক আপ ভ্যানটি। স্থানীয়দের অভিযোগ, পিক আপ ভ্যানের চালক মদ্যপ অবস্থায় ছিলো। ধাক্কা মারার পর এক যুবক গাড়ির নিচে চাপা পড়ে যায়। স্থানীয় এলাকাবাসী সেই যুবককে উদ্ধার করার জন্য পিক ভ্যানটিকেই ধাক্কা মেরে উল্টে দেয়।

তারপর সেই জখম যুবককে উদ্ধার করে বাকি আহতদের সঙ্গে পুলিশের গাড়িতে হাসপাতালে পাঠায়। কিন্তু শেষমেষ জখম চার জনের কাউকেই মর্মান্তিক দুর্ঘটনার হাত থেকে বাঁচাতে পারেননি। এই দুর্ঘটনায় আরো এক মহিলা গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নাদনঘাট থানার পুলিশ ঘাতক পিক ভ্যান টিকে আটক করলেও গাড়িটির চালক পলাতক। এই ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ছবি – ইন্টারনেট

আরো পড়ুন