ফোকাস বেঙ্গল ডেস্ক,জামালপুর: দীর্ঘদিন ধরে স্বামীর ঘর ছেড়ে স্ত্রী নিজের বাবার বাড়িতে রয়েছেন। শ্বশুর বাড়িতেও যাতায়াত নেই দীর্ঘদিন। ফলে স্বামীর সঙ্গে দূরত্ব বেড়েছে। স্ত্রীকে শ্বশুরবাড়ি থেকে আনতে এসেও স্ত্রী’র দেখা পাননি স্বামী। স্ত্রীর খোঁজ খবর নিতে শুরু করায় বচসা বাঁধে শাশুড়ির সঙ্গে জামাইয়ের। ধীরে ধীরে তা মাত্রা ছাড়ায়। শাশুড়ির সাথে জামাইবাবুর বচসা থামাতে এসে সেইসময় জামাইবাবুর হাতে থাকা ধারালো অস্ত্রের কোপে জখম হল শ্যালক। আহতের নাম আকাশ সরকার। তার বাড়ি পূর্ব বর্ধমান এর জামালপুর থানার জৌগ্রাম এর নুড়ি এলাকায়। পারিবারিক বচসা বিবাদ ও রক্তারক্তি হবার ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
গুরুতর জখম শ্যালক ও তার পরিবারের সদস্যরা চেঁচামেচি করায় প্রতিবেশীরা ছুটে এসে শ্যালককে বাঁচানোর চেষ্টা করে। হামলাকারী জামাইবাবু অলোক দে’র সঙ্গেও ধস্তাধস্তি হয় প্রতিবেশী ও পরিবারের সদস্যদের। ধস্তাধস্তি হবার ফলে ঐ ঘটনায় জখম হয় জামাইবাবু অলোক দেও। জানা গেছে, অলোকের বাড়ি ঝাড়খন্ড রাজ্যে। বর্তমানে কর্মসূত্রে জৌগ্রাম এলাকায় থাকেন। একটি গ্যারেজে কাজ করেন বলে জানা গেছে।
ঘটনাস্থল থেকে জামালপুর থানার পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ পৌঁছে জামাই ও শ্যালক দুজনকেই উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়েছেন শ্যালক। জামাইবাবু শ্যালকের ওপর চড়াও হয়ে ধারালো অস্ত্রের কোপ মারার ঘটনা কে কেন্দ্র করে জামালপুর থানায় লিখিতভাবে অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে জামাইবাবু আলোক দে কে গ্রেপ্তার করে শনিবার বর্ধমান জেলা আদালতে পাঠিয়েছে পুলিশ।