পুলিশ ও আবগারী দপ্তরের ওপর আস্থা হারিয়ে এবার এলাকার মহিলারাই বেআইনি মদের বিরুদ্ধে নামলো রাস্তায়!

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,মেমারি: অবশেষে ধৈর্য্যের বাঁধ ভাঙলো এলাকাবাসীর। পুলিশ ও আবগারী দপ্তরের ওপর কার্যত আস্থা হারিয়ে রীতিমত লাঠি হাতে বেআইনি মদের ভাটি ভাঙতে রাস্তায় নামলেন এলাকার মহিলারা। বাড়ি বাড়ি গিয়ে যেখানে বেআইনি মদের ঠেক রয়েছে হানাদারি চালালো ছোট থেকে বড় মহিলারা। বিক্ষোভকারী মহিলাদের একটাই যুক্তি, মদের নেশায় ঘরের ছেলেরা মা, বোন ভুলে যাচ্ছে। ৬০ বছর বয়স্ক মহিলাকেও ছাড়ছে না এরা। তাই এলাকায় মদ, গাঁজা বন্ধ করতে মহিলারা এবার রাস্তায় নেমেছে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মেমারী থানার অন্তর্গত বেগুট এলাকায়।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ভাইফোঁটার দিন ভোরে এক ৬০বছর বয়স্ক মহিলাকে রাস্তায় একা পেয়ে মদ্যপ দুই যুবক তাকে একটি পুকুরপাড়ে টেনে নিয়ে গিয়ে ধর্ষনের চেষ্টা করে। এই ঘটনায় জেলা তথা রাজ্য জুড়ে আলোড়ন ছড়ায়। নির্যাতিতার পক্ষ থেকে মেমারি থানায় অভিযোগ জানানোর পরই পুলিশ দুই অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে। আর এরপরই সোমবার বেগুট এলাকার বাসিন্দা শতাধিক মহিলারা লাঠি হাতে এলাকার বেআইনি মদের ঠেক উচ্ছেদ অভিযানে নেমে পরে।

বিক্ষোভে সামিল মহিলাদের অনেকের অভিযোগ, যেখানে সেখানে বেআইনিভাবে মদ তৈরি হচ্ছে। এলাকায় যাতে মদ, গাঁজা সহ নেশার দ্রব্য সম্পূর্ণভাবে বন্ধ করা যায় তার জন্যই এই অভিযান। নেশা করে অসামাজিক কাজে লিপ্ত হয়ে পড়ছে এলাকার ছেলেরা। সকাল সন্ধ্যা নেশায় বুঁদ হয়ে থাকছে এলাকার যুব সমাজ থেকে শুরু করে বয়স্করা। এই পরিস্থিতি খুবই আতঙ্কের। প্রশাসন অবিলম্বে এইসব বন্ধ না করলে এলাকার মহিলারাই আইন হাতে তুলে নেবে বলে নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই দাবি করেছেন। 

এদিকে খবর পেয়ে এদিন এলাকায় পৌঁছায় আবগারী দপ্তরের অফিসার থেকে পুলিশ আধিকারিকেরা। বাজেয়াপ্ত করা হয় চোলাই তৈরির বেশ কিছু উপকরণ। গ্রেপ্তার করা হয়েছে বেআইনি দুই মদ কারবারি কে। কিন্তু নাম প্রকাশে অনিচ্ছুক বহু মহিলা অভিযোগ জানিয়েছেন, এখন একটা ঘটনা ঘটেছে বলে ছোটাছুটি করছে পুলিশ। এদিকে দিনের পর দিন এই বেআইনি মদের কারবার চললেও কোন হেলদোল ছিলনা এদের। আসলে সব বেআইনি কারবারের সঙ্গেই একাংশের অবৈধ লেনদেনের সম্পর্ক থাকে। এখানেও হয়তো তেমনই কিছু আছে!

আরো পড়ুন