---Advertisement---

জৌগ্রামে জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু পুলিশ কর্মীর, আহত এক এসআই

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,মেমারী: জামালপুর থানার জৌগ্রামের কাছে দু নম্বর জাতীয় সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক কনস্টেবলের। নাম শঙ্কর দাস।গুরুতর জখম হয়েছেন আরেক পুলিশ কর্মী এসআই বিপ্লব দানা।

বিজ্ঞাপন
পুলিশ সূত্রে জানা গেছে, সিঙ্গুর থেকে দুর্গাপুর টাউনশিপ থানায় কাজে যোগ দিতে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েন এই দুই পুলিশকর্মী। তাদের কে জামালপুর থানার পুলিশ উদ্ধার করে বর্ধমানের অনাময় হাসপাতালে পাঠায়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় কনস্টেবল শঙ্কর দাসকে কোলকাতায় রেফার করা হয়। কলকাতা নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় শঙ্কর দাসের। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
See also  ভোটরঙ্গে এবার সোস্যাল মিডিয়ায় ভাইরাল ভোট চাইবার ফর্ম, শুরু ব্যাপক চর্চা
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---