---Advertisement---

কালনায় বড়সড় বাইক চুরি চক্রের হদিস, গ্রেফতার ৫জন, উদ্ধার ৮টি বাইক

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,কালনা: বাইক চুরি করে সেই চোরাই বাইক অন্যজনের কাছে মোটা টাকার বিনিময়ে বন্ধক রেখে দিতে বাইক চোরেরা। বলা হতো পরিবারের কেউ অসুস্থ আছে তাই টাকার প্রয়োজন। আর এই অভিনব কায়দায় প্রচুর বাইক সাম্প্রতিক কালে কালনা শহর সহ আশপাশের এলাকা থেকে চুরি হয়। এরকমই একটি বাইক চুরি কেসের তদন্তে নেমে কালনা থানার পুলিশ হদিস পেলো বড়সড় বাইক চুরি চক্রের গ্যাং এর। 

বিজ্ঞাপন

গ্রেফতার করা হয়েছে গ্যাং এর মূল পান্ডা ওয়াসিম আক্রম সহ মোট পাঁচজনকে। বাকি চারজন ধৃতের নাম 
তারক ধারা, চন্দন সেন, বিশ্বজিৎ হাঁসদা, সোমনাথ সেন।
অভিযানে উদ্ধার হয়েছে আটটি নামি কোম্পানির দামি মোটরসাইকেল। ওয়াসিম আক্রম শেখের বাড়ি থেকে উদ্ধার হয়েছে একটি বন্ধুক ও দুরাউন্ড তাজা গুলি। পুলিশ সূত্রে জানা গেছে, কালনা মহকুমা জুড়ে অভিযান চালিয়ে এই বাইকগুলো উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যে পুলিশ গোটা ঘটনার তদন্তে নেমেছে। ধৃতদের সাথে বাংলাদেশে কেনাবেচা নিয়ে কোনো যোগাযোগ আছে কিনা তাও তদন্ত করে দেখছে কালনা থানার পুলিশ বলে পুলিশ সূত্রে জানা গেছে। বুধবারই ধৃতদের কালনা মহকুমা আদালতে পেশ করা হয়েছে।
See also  নির্বাচনের দায়িত্বে থাকা থার্ড পোলিং অফিসারের মুখে জয় শ্রীরাম ধ্বনি, চাঞ্চল্য
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---