---Advertisement---

বিধায়কের অভিযোগে এবার আটক আইসির গাড়ির চালক, অভিযোগ বালির গাড়ি থেকে তোলাবাজির

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক, পূর্বস্থলী: মেমারির পর এবার পূর্ব বর্ধমানের পূর্বস্থলী। বালির গাড়ি থেকে তোলাবাজির অভিযোগে আটক খোদ আইসির গাড়ির চালক। এবার পূর্বস্থলী উত্তরের তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায় স্থানীয়দের কাছ থেকে অভিযোগ পেয়ে গোপাল দাস নামে ওই ব্যক্তিকে পাকড়াও করে তুলে দিলেন পুলিশের হাতে। গাড়ি চালককে আটক করেছে পুলিশ। যে হোটেল থেকে গোপাল দাস কে আটক করা হয়েছে সেখান থেকে এক মহিলাকেও আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। পুলিশ সুপার জানিয়েছেন, তদন্ত শুরু হয়েছে। রিপোর্ট পাওয়ার পরে আইনত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

বিধায়ক তপন চট্টোপাধ্যায় জানান, কয়েকজন তার কাছে অভিযোগ করে যে, পূর্বস্থলী থানার আইসির গাড়ি চালক গোপাল দাস একটি হোটেলে বসে টাকা তোলে। সেই মতো আজ সকালবেলায় তিনি পৌঁছান হোটেলে। সেখান থেকেই ধরে নিয়ে আসে আইসির চালককে। সূত্রের খবর, পূর্বস্থলী এলাকায় বালির লরি নিয়ে ঢুকতে গেলে আগে গোপালকে ফোনে জানাতে হতো। এবং তারপর গাড়ি পিছু দেড় থেকে দুই হাজার টাকা দিতে হতো। গোপাল নিজেকে পূর্বস্থলী থানার ডাক মাস্টার হিসেবে পরিচয় দিত। এই ঘটনায় তীব্র আলোড়ন ছড়িয়েছে পুলিশ মহলে। 

এদিকে একের পর এক থানার ডাক পার্টির লোকেদের বিরুদ্ধে তোলাবাজির ঘটনা সামনে আসতেই নড়েচড়ে বসেছে জেলা পুলিশের উপর মহল। ওয়াকিবহাল মহলের মত, এইসব ঘটনা নতুন কিছু নয়। থানার পুলিশ আধিকারিকের মদতেই কিছু কনস্টেবল ও লোক বেআইনি কাজে যুক্ত ব্যবসায়ীদের কাছ থেকে বিভিন্ন ভাবে টাকা আদায় করে। তাই অনেক অবৈধ কারবার অবাধে চলতে থাকে অনায়াসে। সচরাচর এইসব ঘটনা প্রকাশ্যে আসে না। এখন দু একটি ঘটনা প্রকাশ্যে চলে আসায় ঝুলি থেকে বিড়াল বেরিয়ে পড়েছে বলে মনে করছেন অনেকে।

See also  ১৫তম বর্ষে কুমুদ সাহিত্য মেলা যেন 'চাঁদের হাট'
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---