বাড়ি থেকে পালিয়ে কাটোয়ায় আরপিএফের হাতে আটক পাঁচ নাবালক

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,কাটোয়া: ফেসবুকের মাধ্যমে জানতে পেরে সিনেমায় কাজ করার লোভে বাড়ি থেকে পালিয়ে কলকাতা যাবার পথে কাটোয়া আরপিএফের হাতে ধরা পড়লো পাঁচজন বালক, বালিকা। এদের প্রত্যেকের বাড়ি মালদার পুকুরিয়া থানার কুতুবগঞ্জ গ্রামে। এরা একই পরিবারের পাঁচ ভাই-বোন বলে পুলিশ জানিয়েছে। জানা গেছে বুধবার সকালে বাড়ি থেকে পালিয়ে এসে এদিনই রাত্রে সালার স্টেশন থেকে ডাউন কাটিহার এক্সপ্রেস ট্রেনের শেষ বগিতে কলকাতা যাবে বলে উঠে পড়ে। 

বিজ্ঞাপন
আরপিএফের কর্মীরা কাটোয়া স্টেশনে ট্রেন থামলে ট্রেনে উঠে ওই পাঁচ বালক, বালিকার ফোনে কথোপকথন শুনে সন্দেহ হওয়ায় পাঁচজনকেই আটক করে। আর এরপরই তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে এই পাঁচজন নাবালক,নাবালিকা বাড়ি থেকে পালিয়ে আসছে। ফেসবুক থেকে জানতে পেরে তারা অভিনয় করার জন্য কলকাতা যাচ্ছিল। এরপর গতকাল রাত্রেই পুলিশ আরপিএফ অফিসে নিয়ে আসে পাঁচজন বালক বালিকাকে। তাদের পরিবারের লোকজনকে খবর দেয় কাটোয়ার আরপিএফ। সকালে তাদের মামা কাটোয়ায় আসে। আরপিএফ সূত্রে জানা গেছে, ৫ জন বালক বালিকা কেই নিয়ে যাওয়া হয়েছে বর্ধমানের চাইল্ড লাইনে।

আরো পড়ুন