ফোকাস বেঙ্গল ডেস্ক,মেমারি: মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক বাইক আরোহীর। মৃত ব্যক্তির নাম অতনু কোলে। বয়স ৩২ বছর। তার বাড়ি মেমারি থানার কোলেপাড়া এলাকায়। প্রত্যক্ষদর্শীদের অনেকে জানিয়েছেন, সোমবার রাত ১০টা ৪০ মিনিট নাগাদ মেমারির তাতারপুরে জিটি রোডে নিমোর দিকে বাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন অতনু কোলে।
সেইসময় রসুলপুরের দিক থেকে মেমারির দিকে আসা একটি বোলেরো-পিকাপ ভ্যান সজোরে ধাক্কা মারে তাকে। বাইক থেকে ছিটকে পড়েন ঐ বাইক আরোহী। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মেমারি থানার পুলিশ। এরপর স্থানীয়দের সহযোগিতায় পুলিশ গুরুতর জখম ওই ব্যক্তিকে উদ্ধার করে মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, মাথায় আঘাত গুরুতর। তীব্র রক্তক্ষরণ হয়েছে। হাসপাতালে নিয়ে আসার পথেই তার মৃত্যু হয়। মঙ্গলবার সকালে মেমারি থানার পুলিশ ময়না তদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় মৃতদেহ। মৃতের পরিবার কাছ থেকে জানা গেছে, মেমারির নিউ মার্কেট এলাকায় ইলেকট্রিক সরঞ্জাম মেরামতের কাজ করতেন অতনু কোলে। এদিন রাতে বাড়ি ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় তার মৃত্যু হয়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।