---Advertisement---

দরিদ্র পরিবার এবং শিশুদের জন্য জেলা পুলিশের স্নেহ প্রকল্পে খাদ্যদ্রব্য বিতরণ

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: একদিকে করোনা, 

বিজ্ঞাপন
অন্যদিকে আংশিক লকডাউনের চাপ। এরই মাঝে প্রাকৃতিক দুর্যোগে রীতিমত অসহায় অবস্থার শিকার হয়ে পড়েছেন সমাজের দিন আনা দিন খাওয়া সমস্ত পরিবার। এরই মাঝে পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে এবং জেলা ট্রাফিক বিভাগের সহযোগিতায় এই সমস্ত দরিদ্র শ্রেণীর মানুষদের জন্য এবং বিশেষত তাঁদের শিশুদের জন্য চালু করা হয়েছে স্নেহ নামে একটি প্রকল্প। ইতিমধ্যেই এই প্রকল্পে বিভিন্ন থানা এলাকায় রিক্সা চালক, ভ‌্যান চালক পরিবারদের হাতে তুলে দেওয়া হচ্ছে খাবার সহ করোনা রোধে মাস্ক, স্যানিটাইজার ইত্যাদি। 
বর্ধমান জেলা পুলিশের ডিএসপি হেড কোয়ার্টার শৌভিক পাত্র জানিয়েছেন, শুক্রবার পুলিশ লাইনে ১০০জনকে চাল,ডাল এবং অন্যান্য খাদ্যসামগ্রী সহ শিশুদের দুধ খাওয়ানো হয়েছে। তিনি জানিয়েছেন, এই প্রকল্প চালু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত প্রায় ৬০০জনকে এই সাহায্য করা হয়েছে। তিনি জানিয়েছেন, এদিন যেমন শিশুদের দুধ খাওয়ানো হয়েছে তেমনি তাঁদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে প্যাকেট দুধও। শুক্রবার পুলিশ লাইনের এই কর্মসূচীতে অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিংহ রায়, ট্রাফিক বিভাগের দুই ওসি ছোটেলাল প্রসাদ এবং সংগ্রাম মোহিতে সহ অন্যান্য আধিকারিকরা।
See also  রসিকপুর কাণ্ডের তদন্তে এল ফরেন্সিক দল, এখনও অধরা দুষ্কৃতিরা,কঠোর শাস্তি চাইছেন নিহত শিশুর পরিবার
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---