জেলা পুলিশের সাফল্য, প্রায় একবছর পর রাজস্থান থেকে উদ্ধার গলসির নিখোঁজ নাবালিকা, গ্রেপ্তার এক ব্যক্তি

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক, গলসি: ১৭ বছরের এক নাবালিকা কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যাওয়ার প্রায় এক বছর পর রাজস্থান থেকে তাকে উদ্ধার করে নিয়ে এলো পূর্ব বর্ধমান জেলা পুলিশের বিশেষ তদন্তকারী দলের সাথে গলসি থানার পুলিশ। টানা এক বছর নাবালিকা নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনার তদন্ত চালানোর পর অবশেষে জেলা পুলিশ নাবালিকা সহ এক অভিযুক্তকে গ্রেপ্তার করার ঘটনা একটি বিরাট সাফল্য বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল। আগামীকাল অর্থাৎ বুধবার উদ্ধার হওয়া নাবালিকা ও আসামিকে বর্ধমান আদালতে পেশ করা হবে বলে জেলা পুলিশ সূত্রে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ১১ নভেম্বর  গলসি থানায় একটি অভিযোগ জমা পড়ে যে,  একটি ১৭ বছরের নাবালিকা মেয়ে বাড়ি থেকে কাউকে কিছু না বলে চলে যায়। এই অভিযোগের ভিত্তিতে পুলিশ একটি মামলা রুজু করে তদন্ত শুরু করে। ২০২৩ সাল থেকে বিভিন্নভাবে মেয়েটিকে গলসি থানার তদন্তকারী অফিসাররা খোঁজার চেষ্টা করেন। কিন্তু প্রাথমিকভাবে কোন হদিশ পাওয়া যায়নি। তা সত্ত্বেও তদন্তকারী অফিসাররা হাল ছাড়েননি। অসীম ধৈর্য এবং অনমনীয় মনোভাব নিয়ে তদন্ত এগিয়ে নিয়ে গেছেন। ইতিমধ্যে বেশ কয়েকজন থানার ভারপ্রাপ্ত আধিকারিক পরিবর্তন হয়ে যায়।  ।

অবশেষে চলতি বছরের ৪ ডিসেম্বর জেলা পুলিশ সুপারের অনুমতি নিয়ে রাজস্থান এর উদেশ্যে পূর্ব বর্ধমানের একটি পুলিশ টিম রওনা দেন। ০৭.১২.২৪ তারিখে স্থানীয় পালরি- এম থানা র সহায়তায় যোধপুর স্টেশন থেকে ২০০ কিলোমিটার দূরে অবস্থিত পোশালিয়া গ্রাম থেকে তদন্তকারী অফিসাররা ওই নাবালিকা কে উদ্ধার করে। পাশাপাশি এক আসামি কে গ্রেপ্তার করে। মঙ্গলবার নাবালিকা এবং আসামি কে পূর্ব বর্ধমানে ফিরিয়ে আনা হয়। আগামীকাল অর্থাৎ বুধবার আসামি এবং উক্ত নাবালিকাকে বর্ধমান জেলা আদালতে পেশ করা হবে বলে পুলিশ জানিয়েছে।

আরো পড়ুন