ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: রবিবার দুপুরে আচমকাই বর্ধমান জেলার বিভিন্ন জায়গায় হাল্কা ঝোড়ো হাওয়া আর কয়েক মিনিটের বৃষ্টি রীতিমত চিন্তায় ফেলে দিয়েছে শহরবাসীকে। আরও চিন্তার কারণ হয়েছে এই কয়েক মিনিটের বৃষ্টিতেই বর্ধমান শহরের একাধিক রাস্তায় জল জমে যাওয়ায় নাকাল হলেন শহরবাসীরা। এদিন এই এক পশলা বৃষ্টিতেই শহরের ছোটনীলপুর এলাকার খোল গোডাউন পাড়া, আমবাগান, নতুনকলোনী সহ শহরের বেশ কয়েকটি এলাকায় এই জল জমায় রীতিমত আশংকায় ভুগতে শুরু করেছেন সাধারণ মানুষ। কারণ ইতিমধ্যেই গোটা রাজ্য জুড়ে করোনাকে ছাপিয়ে ঘূর্ণিঝড় ইয়াস এর প্রস্তুতি তুঙ্গে।

গোটা রাজ্যের সঙ্গে বর্ধমান জেলা জুড়েই ইয়াস নিয়ে পাড়ায় পাড়ায় চলছে সচেতনতামূলক প্রচার। শনিবার থেকেই মাইক নিয়ে এলাকায় এলাকায় সর্বসাধারণকে প্রশাসনের পক্ষ থেকে সচেতন করাও শুরু হয়েছে। জেলার প্রতিটি ব্লকেই ব্লক প্রশাসন, জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কিভাবে ইয়াস এর ধ্বংসলীলা মোকাবিলা করা সম্ভব, দুর্যোগের সময় কিভাবে ত্রাণের ব্যবস্থা করা হবে প্রভৃতি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। প্রতিটি ব্লক সহ জেলা স্তরে দুর্যোগ মোকাবিলায় খোলা হয়েছে কন্ট্রোল রুম।
তিনি জানিয়েছেন, এদিনও ইয়াস এর মোকাবিলা নিয়ে ভিডিও কনফারেন্স হয়েছে রাজ্যের সঙ্গে। বর্ধমান পুরসভা ইয়াস এর মোকাবিলায় পানীয় জলের পর্যাপ্ত ব্যবস্থা রাখছে। তৈরী থাকছে কুইক রেসপন্স টিম। জেসিপি মেশিন, গাছ কাটার যন্ত্র থেকে ফ্লাড সেণ্টার, পানীয় জলের ট্যাংক তৈরী রাখা হয়েছে। মঙ্গলবার থেকে পুরসভার কন্ট্রোল রুমও চালু থাকছে। ফলে নাগরিকদের অহেতুক আতংকিত হবার কিছু নেই বলেই আশ্বস্ত করেছেন অমিত গুহ।