গরীব শিশুদের জন্য ১ টাকায় এক পোয়া দুধ বিক্রির প্রকল্প চালু করল পল্লীমঙ্গল সমিতি

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক, পূর্ব বর্ধমান: করোনার জন্য এবার রীতিমত সংকটে পড়লেন বর্ধমান জেলার গোয়ালারা। আচমকাই বিভিন্ন বহুজাতিক সংস্থা গোয়ালাদের কাছ থেকে দুধ কেনা বন্ধ করে দেওয়ায় সংকট আরও তীব্র আকার ধারণ করেছে। সম্প্রতি বর্ধমানের জৌগ্রামের রেড কাউ কোম্পানির গেটের সামনে এই কারণে গোয়ালারা বিক্ষোভও দেখিয়েছেন। এই অবস্থায় মেমারী ও জামালপুর সংলগ্ন কিছু এলাকার গোয়ালাদের সমস্যা কিছুটা লাঘব করতে এবং একইসঙ্গে লকডাউনের পরিস্থিতিতে অসহায় পরিবারের বিশেষত শিশুদের জন্য এগিয়ে এল মেমারীর পাল্লারোড পল্লীমঙ্গল সমিতি। 

বিজ্ঞাপন
সমিতির সম্পাদক সন্দীপন সরকার জানিয়েছেন, লকডাউনে বিক্রি হচ্ছে না দুধ। বহুজাতিক সংস্থা গুলিও দুধ নেওয়া বন্ধ করেছে নোটিশ ছাড়াই। স্থানীয় বাজারে ৬০ থেকে ৭০টাকায় দই মিলছে এই দুধ বিক্রির অভাবের জন্যই। তিনি জানিয়েছেন, লকডাউনের জেরে কাজ হারিয়ে অনেক গরীব মানুষ তার বাড়ির শিশুদের দুধের সংস্থান করতে পারছেন না। স্বাভাবিকভাবেই এই দুই সমস্যার সমাধান করতে তাঁরা উদ্যোগী হয়েছেন। 
সন্দীপনবাবু জানিয়েছেন, স্থানীয় গোয়ালাদের কাছ থেকে তাঁদের উদ্বৃত্ত দুধ তাঁদের খরচটুকু দিয়ে সামান্য দামে তাঁরা কিনে নিচ্ছেন। আর সেই দুধ মাত্র ৪ টাকা কেজি প্রতি হিসাবে অর্থাৎ মাথা পিছু মাত্র ১ টাকায় ১পোয়া দুধ দেওয়ার ব্যবস্থা করেছেন তাঁরা প্রতিদিন। প্রতিদিন সমিতির প্রাঙ্গনে বিকাল ৪.৩০টা থেকে ৫.৩০টা অবধি মিলবে এই সুবিধা। স্থানীয় গরীব শিশুরা যাতে এই করোনাকালে সুষম আহার পায় এবং গোয়ালাদেরও এই অসুবিধা থেকে কিছুটা বের করে আনা যায় তার জন্যই এই উদ্যোগ তাঁদের। তিনি জানিয়েছেন, আপাতত তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন প্রতিদিন ৩০০জনকে এই সুবিধা দেওয়া হবে। আপাতত চলবে ৩০মে পর্যন্ত।

আরো পড়ুন