---Advertisement---

লকডাউনে বাড়িতেই মদ মজুদ করে চলছিলো কারবার,মেমারিতে ধৃত চার, আটক লক্ষাধিক টাকার মদ

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,মেমারী: একেই বলে কারোর পৌষমাস তো কারোর সর্বনাশ। করোনার অতি সংক্রমণের জেরে যখন রাজ্যজুড়ে লোকডাউন চলছে। সকালের দিকে তিন ঘন্টা ছাড়া বাকি সারাদিন বন্ধ দোকান পাট, বাজার হাট। সম্পুর্ন বন্ধ মদের দোকানও। আর এই সুযোগে এক শ্রেণীর অসাধু কারবারিরা নিজেদের বাড়িতে মদ মজুত করে তা চড়া দামে খদ্দেরদের কাছে পৌঁছে দেওয়ার কারবার চালাচ্ছে। এই কারবার প্রায় সর্বত্র চলছে। শহর থেকে গ্রামে। এরই মাঝে পুলিশ চেষ্টা চালাচ্ছে এই অবৈধ কারবারীদের ধরতে। 

বিজ্ঞাপন
আর ঠিক এইভাবেই মেমারী শহরের ২টি হোটেল ও বাড়ি তে অভিজান চালিয়ে বৃহস্পতিবার পুলিশ বাজেয়াপ্ত করল বিপুল পরিমান মজুদ মদ। আটক হয়েছে ৪জন। ধৃতদের নাম সন্তোষ দত্ত (মেমারী), অভিজিত দে (মেমারী), স্নেহাদ্রী বাঙাল (আঝাপুর), বিমল মন্ডল (চন্দননগর, হুগলী)। একটি স্কুটিও আটক করেছে পুলিশ। পুলিশ সুত্রে খবর, লকডাউনের সময় চড়া দামে বিক্রি করার জন্য মদ মজুত করে রেখেছিলো এই ব্যক্তিরা। ফোনের মাধ্যমে যোগাযোগ করে হোম ডেলিভারি করা হত। নির্দিষ্ট দামের থেকে অনেক বেশি দামে বিক্রি করতো ধৃতরা। উদ্ধারকৃত মদের বর্তমান বাজার মূল্য আনুমানিক প্রায় লক্ষাধিক টাকা বলে পুলিশের অনুমান।
See also  বর্ধমান সিউড়ি রোডে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---