---Advertisement---

রায়নায় তৃণমূল কর্মী খুন, অভিযোগের তির বিজেপির দিকে, তীব্র উত্তেজনা

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,রায়না: বর্ধমানে গণনা পরবর্তী হিংসার বলি ১, আহত আরও ৪। এবার মৃত্যু তৃণমূল কর্মীর। আহতরাও সকলে তৃণমূল কর্মী বলে দাবী পরিবারের। মৃতের নাম গণেশ মালিক( ৬১)। ঘটনাটি ঘটেছে রায়না থানার সমসপুর গ্রামে। মৃতের পরিবারের অভিযোগ, গতকাল ভোটের রেজাল্ট শুনে বাড়ি ফেরার পথে বিজেপি আশ্রিত দুষ্কৃতকারীরা হঠাৎই কয়েকজন তৃণমূল কর্মীর উপর লাঠী,রড,তরোয়াল নিয়ে আক্রমণ করে। তাদের বাঁচাতে গেলে আক্রমণ করা হয় গণেশ মালিককেও। ঘটনার কথা জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছায় রায়না থানার পুলিশ।

বিজ্ঞাপন
এরপরই আশঙ্কাজনক অবস্থায় গণেশ মালিক সহ ৫ জনকে বর্ধমান হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই গণেশ মালিকের মৃত্যু হয়। বিজেপি আশ্রিত দুষ্কৃতকারীরাই তৃণমূলের জয় মেনে নিতে না পেরে এই ঘটনা ঘটিয়েছে বলে দাবী তৃণমূলের। যদিও বিজেপি এই দাবী অস্বীকার করেছে। তাদের পাল্টা দাবী এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল। পুলিশ দোষীদের খোঁজে তল্লাশী শুরু করেছে। পুলিশ সূত্রে জানা গেছে হামলার ঘটনায় যুক্ত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।
এলাকায় উত্তেজনা থাকায় চলছে পুলিশি টহল।
See also  এলাকায় ড্রোন উড়িয়ে চোলাই মদের বিরুদ্ধে বর্ধমানে অভিযান আবগারি ও পুলিশের
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---