ফোকাস বেঙ্গল ডেস্ক,রায়না: বর্ধমানে গণনা পরবর্তী হিংসার বলি ১, আহত আরও ৪। এবার মৃত্যু তৃণমূল কর্মীর। আহতরাও সকলে তৃণমূল কর্মী বলে দাবী পরিবারের। মৃতের নাম গণেশ মালিক( ৬১)। ঘটনাটি ঘটেছে রায়না থানার সমসপুর গ্রামে। মৃতের পরিবারের অভিযোগ, গতকাল ভোটের রেজাল্ট শুনে বাড়ি ফেরার পথে বিজেপি আশ্রিত দুষ্কৃতকারীরা হঠাৎই কয়েকজন তৃণমূল কর্মীর উপর লাঠী,রড,তরোয়াল নিয়ে আক্রমণ করে। তাদের বাঁচাতে গেলে আক্রমণ করা হয় গণেশ মালিককেও। ঘটনার কথা জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছায় রায়না থানার পুলিশ।
