---Advertisement---

বর্ধমানে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস, জখম প্রায় ৫০ জন

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: বর্ধমান থেকে কুসুমগ্রামের দিকে যাবার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলো যাত্রীবাহী বাস। মঙ্গলবার সকাল ৮ টা ৪৫ নাগাদ ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে  পূর্ব বর্ধমানের দেওয়ানদিঘী থানার ভান্ডারডিহি এলাকায় একটি পেট্রোল পাম্পের কাছে। দুর্ঘটনায় বাসের প্রায় ৫০জন কম বেশি জখম হয়েছেন বলে প্রাথমিকভাবে খবর পাওয়া গেছে।

বিজ্ঞাপন

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সাহায্যে আহতদের তড়িঘড়ি উদ্ধার করে প্রায় ১২জনকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছে। তাদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর বলে জানা গেছে। বাকিদের বিভিন্ন জায়গায় চিকিৎসা করানো হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গেছে, এদিন সকালে বর্ধমানের দিক থেকে কুসুমগ্রামের দিকে দ্রুত গতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে জমিতে পাল্টি খেয়ে যায় বাসটি। স্থানীয় লোকজন ছুটে আসেন উদ্ধার করতে। পুলিশ খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায়। তবে কি কারণে বাসটি উল্টে গেলো তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ। 

See also  বর্ধমানে কিছুক্ষণের মধ্যেই এসএফআই এর জেলাশাসক দপ্তর অভিযান
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---