---Advertisement---

ঝিকরডাঙ্গা রামকৃষ্ণ আশ্রমে মন্দির নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,ভাতার: বর্ধমান শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম ঝিকরডাঙ্গা শাখায় মন্দির নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন হল। ভাতার থানার অন্তর্গত ঝিকরডাঙ্গা রামকৃষ্ণ আশ্রম দীর্ঘ ৫০ বছর ধরে নানান সেবামূলক কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছে। সম্প্রতি গ্রামবাসীদের আবেদনে একটি মন্দির নির্মাণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার শ্রী শ্রী রামকৃষ্ণদেবের সাক্ষাৎ শিষ্য শ্রীমৎ স্বামী অদ্ভুতানন্দজী মহারাজের জন্ম দিবস সহ মাঘী পূর্ণিমা তিথিতে এই শুভ কাজ সম্পন্ন হল।

বিজ্ঞাপন

এই উপলক্ষে সকাল থেকে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের বিশেষ পুজোপাঠ করা হয়। বর্ধমান বাজেপতাপুর রামকৃষ্ণ আশ্রম বেলুড় মঠ শাখার অধ্যক্ষ মহারাজ শ্রী অজ্ঞায়ানন্দজি এই শুভ কাজ সম্পন্ন করলেন। উপস্থিত ছিলেন ঝিকরডাঙ্গা শাখার অধ্যক্ষ স্বামী শান্তানানন্দ জী, স্বামী শ্যামানন্দ, বর্ধমান রাজ কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক তারক শেঠ, বর্ধমান উইমেন্স কলেজের প্রাক্তন অধ্যাপক বেলা শেঠ সহ অন্যান্য সাধু ও বিশিষ্ট মানুষজন।

ঝিকরডাঙ্গা রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ স্বামি শান্তানন্দজী মহারাজ জানালেন, আনুমানিক ৩৬ লক্ষ টাকা ব্যয়ের লক্ষ্য মাত্রা নিয়ে কাজ শুরু করা হলো। তিনি আরো বলেন, সকল ভক্তদের কাছে আবেদন আপনারা সাধ্যমতো এই মন্দির প্রতিষ্ঠার জন্য অর্থ সাহায্য করুন।’

See also  বাংলা সিনেমা জগতে আবার নক্ষত্র পতন, চলে গেলেন ফকির দাস কুমার
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---