ফোকাস বেঙ্গল ডেস্ক,জামালপুর: আত্মীয়ের স্কুটিতে চেপে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে দুর্ঘটনায় জখম হল মাধ্যমিক পরীক্ষার্থী। দুর্ঘটনাটি ঘটেছে জামালপুর থানার চৌবেড়িয়া ব্রিজের কাছে। আহত ছাত্রীর নাম শিবানী হাটি। জামালপুরের বেরুগ্রাম অঞ্চলের বাসিন্দা। সোমবার বনবিবিতলা উচ্চ বিদ্যালয়ে ইতিহাস পরীক্ষা দিতে আসছিল আত্মীয়ের সাথে।

ছাত্রীর আত্মীয় সুরজিৎ হাটি জানিয়েছেন, চৌবেড়িয়া এলাকায় একটি যাত্রীবাহী বাস তাদের স্কুটি কে পিছন থেকে ওভারটেক করে যাওয়ার সময় রাস্তার একদম ধারে চলে যেতে হয় তাদের। এইসময় নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটি টি রাস্তা থেকে নিচের খালের মধ্যে নেমে উল্টে যায়। এই ঘটনায় শিবানী হাটি নামে ওই পরীক্ষার্থী জখম হন।
তাঁকে তড়িঘড়ি উদ্ধার করে জামালপুর হাসপাতালে নিয়ে আসা হয়। দ্রুত চিকিৎসা শুরু করেন চিকিৎসক। ঘটনাস্থলে উপস্থিত হন জামালপুর ব্লক উন্নয়ন আধিকারিক ও পুলিশ। বিডিও জানান, ’সুস্থ হলে পরীক্ষার্থী যাতে আজকের পরীক্ষা দিতে পারে তার যাবতীয় ব্যবস্থা করা হয়েছে।’