---Advertisement---

ভাতারে ভোটারদের মারধরের অভিযোগ বাহিনীর বিরুদ্ধে, উত্তেজনা

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,ভাতার: ভাতারের মুরাতিপুর গ্রামে উত্তেজনা। ভোটারদের মারধর করার অভিযোগ বাহিনীর বিরুদ্ধে। মুরাতিপুরের ৫৪ ও ৫৪/এ বুথের কয়েকজন ভোটারের অভিযোগ তারা বুথ থেকে অনেক দূরে ছিলেন। ভোট দিয়ে যাবার পথে কুইক রেসপন্স টিম তাদের মারধর করে বলে অভিযোগ। একজনের আঘাত লেগেছে। বাকিরা পালিয়ে যায়। তৃণমূল প্রভাবিত এলাকায় ভীতি সৃষ্টি করার জন্যই এই ঘটনা বলে অভিযোগ তৃণমূল সমর্থকদের।

বিজ্ঞাপন
See also  আচমকাই শুকিয়ে যাচ্ছে রাস্তার ধারের বহু প্রাচীন বৃক্ষ, চোরা শিকারীদের উপদ্রব নাকি প্রাকৃতিক - তদন্তে বনদপ্তর
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---