---Advertisement---

বাঁকুড়া শহরের নার্সিংহোমগুলির স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে স্বাস্থ্য দফতরে বিক্ষোভ

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বাঁকুড়া: বাঁকুড়া শহরের নার্সিংহোম ও একশ্রেণীর চিকিৎসকদের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও অনৈতিক কাজকর্মের অভিযোগ এনে বাঁকুড়া জেলা স্বাস্থ্য দফতরে বিক্ষোভ দেখাল শিল্পী সাহিত্যিক ও বুদ্ধিজীবীদের সংগঠন ’আমরা সবাই একসাথে’। নার্সিংহোম ও চিকিৎসকদের এই স্বেচ্ছাচারিতা ও অনৈতিক কাজকর্ম ঠেকাতে অবিলম্বে স্বাস্থ্য দফতরের নজরদারি বৃদ্ধির দাবীও জানানো হয়েছে।

বিজ্ঞাপন

অভিযোগ, বাঁকুড়া শহরে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে অসংখ্য নার্সিংহোম। অধিকাংশ নার্সিংহোমেই চিকিৎসার উপযুক্ত পরিকাঠামো নেই। অথচ চিকিৎসা পরিসেবা নিতে গেলে অপ্রয়োজনে রোগীদের জোর করে নিয়ে যাওয়া হচ্ছে আই সি ইউ তে। একটি রোগীকে সারাদিনে অপ্রয়োজনে বিভিন্ন ডাক্তার দেখানোর নাম করে নিয়ে নেওয়া হচ্ছে মোটা অঙ্কের ভিজিট। চিকিৎসকদের একাংশের সঙ্গে গাঁটছড়া বাঁধা রয়েছে প্যাথলজিক্যাল লবরেটরি ও পলিক্লিনিক গুলির।

স্বাভাবিকভাবেই ওই চিকিৎসকরা উপঢৌকন পাওয়ার আশায় অপ্রয়োজনে রোগীর রক্ত পরীক্ষা ও অন্যান্য পরীক্ষা করাচ্ছেন। আর এসবেরই প্রভাব পড়ছে রোগীদের উপর। রোগীদের সাথে কার্যত প্রতারণা করা হচ্ছে বলে অভিযোগ। এই পরিস্থিতিতে অবিলম্বে নার্সিংহোম ও এক শ্রেণীর চিকিৎসকদের এই অনৈতিক কাজকর্ম ঠেকানোর দাবীতেই আজ বাঁকুড়া জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরে বিক্ষোভে ফেটে পড়েন আমরা সবাই একসাথে নামের সংগঠনের কর্মীরা। দ্রুত পদক্ষেপ করা না হলে আগামীদিনে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে ওই সংগঠনের নেতৃত্ব।

বি: দ্র: – শীঘ্রই বর্ধমান শহরের একাধিক নার্সিংহোমের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশিত হবে।

See also  আগামীকাল বর্ধমানে মুখ্যমন্ত্রী, প্রায় সাড়ে তিন লক্ষ আবেদনকারীর হাতে সরাসরি সুবিধা তুলে দেওয়া হবে
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---