ফোকাস বেঙ্গল ডেস্ক,খন্ডঘোষ: পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের বেরুগ্রাম মসজিদ তলা সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড। দিনের আলোয় চোখের সামনে পুড়ে ছাই হয়ে গেল পরপর চারটি খড়ের পালুই। হঠাৎ করে খড়ের পালুই আগুন লেগে যাওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুর নাগাদ আচমকাই খড়ের পালুইগুলিতে আগুন লাগে। দাউদাউ করে জ্বলতে শুরু করে আগুন। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে চারিদিকে। চোখের নিমেষে পুড়ে ছাই হয়ে যায় চারটি খড়ের পালুই। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা।
আগুন লাগার খবর ছড়িয়ে পড়তেই আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। তড়িঘড়ি ছুটে আসেন এলাকাবাসী সকলে। শুরু হয় হোস পাইপ দিয়ে জলের সাহায্যে আগুন নেভানোর চেষ্টা। পাশাপাশি আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে খন্ডঘোষ থানার পুলিশ। স্থানীয় বাসিন্দাদের প্রাণপণ চেষ্টায় প্রায় দু’ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসলেও ততক্ষণে পুড়ে ছাই হয়ে গিয়েছে চারটি খড়ের পালুই।
তবে ঠিক কী কারণে আগুন লেগেছে, তা এখনও স্পষ্ট নয়। অগ্নিকাণ্ডের জেরে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানান। এদিকে বছরের পর বছর পেরিয়ে গেলেও দক্ষিণ দামোদর এলাকায় কোথাও অগ্নিনির্বাপক কেন্দ্র গড়ে না ওঠায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে এলাকাজুড়ে। স্থানীয় এলাকাবাসীদের অনেকেই ক্ষোভ উগরে দিয়ে জানিয়েছেন, বালির গাড়ি থেকে টাকা আদায়ের জন্য কোটি কোটি টাকার টোল বসাতে পারে প্রশাসন, কিন্তু সাধারণ মানুষের নিরাপত্তার জন্য একটা অগ্নিনির্বাপক কেন্দ্র তৈরি করে উঠতে পারে না শাসক দলের জনপ্রতিনিধিরা।