ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: পুলিশ পরিচয়ে অন্তঃসত্ত্বা আইনজীবীর উপর হামলা ও মারধরের অভিযোগে শক্তিগড় থেকে গ্রেফতার করা হলো মূল অভিযুক্ত কে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম রোহিত দাস, বাবার নাম কানার দাস। বাড়ি শক্তিগড় থানার গাংপুর দীঘিরপাড় এলাকায়। বর্ধমানে দোলের দিন শহরের রাস্তায় পুলিশ পরিচয়ে এক অন্তঃসত্ত্বা মহিলা আইনজীবীর উপর হামলার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়ায় বর্ধমানে।

অভিযোগ, পেটে লাথি মারার ফলে গর্ভস্থ সন্তান নষ্ট হয়ে যায় ওই মহিলা জুনিয়র আইনজীবীর। এমনকি বর্ধমান থানায় অভিযোগ জানাতে গেলে তাকে ফিরিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ উঠে আসে। যদিও বর্ধমান থানার সূত্রে জানা গেছে, সমস্ত অভিযোগ গ্রহণ করা হয়েছিল। দুপক্ষই অভিযোগ জানিয়েছিল। ঘটনার গুরুত্ব বিবেচনা করে প্রাথমিক তদন্তের কাজে কিছু দেরি হয়েছে। ধৃতকে বুধবার বর্ধমান আদালতে তোলা হলে বিচারক তদন্তের স্বার্থে সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।