ফোকাস বেঙ্গল ডেস্ক, গলসি: ১৯ নম্বর জাতীয় সড়কে গলসি থানার বড়দিঘী এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো এক মহিলার। গুরুতর জখম আরো তিন জন যাত্রী। মৃত মহিলার নাম নেহা আগরওয়াল (৫৭)। বাড়ি ঝাড়খণ্ডের চাইবাসায়। আহত তিন জনকে উদ্ধার করে বর্ধমান মেডিকেলে পাঠালে সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতায় পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। দুর্ঘটনাটি ঘটেছে রবিবার সকাল ১১টা নাগাদ। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসেন এলাকার মানুষজন। খবর পেয়ে পৌঁছে যায় গলসি থানার পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, এদিন সকালে বর্ধমানের দিক থেকে জাতীয় সড়ক ধরে আসানসোলের দিকে যাচ্ছিল একটি পণ্যবাহী লরি। পিছন থেকে একটি চার চাকা গাড়ি প্রচণ্ড গতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত লড়িটির পিছনে সজোরে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতায় চার চাকা গাড়িটির সামনের অংশ লরির পিছনে ঢুকে যায়। গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। গাড়ির ভিতরে আটকে পড়েন চারজন যাত্রী। ছুটে আসে স্থানীয় মানুষ। দুর্ঘটনাগ্রস্থ গাড়িটি থেকে তিন জনকে বের করা সম্ভব হলেও, একজন আটকে থাকে গাড়ির ভেতরে।
ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় থানার পুলিশ প্রশাসন। স্থানীয় মানুষের সহযোগিতায় পুলিশ গাড়িতে আটকে থাকা একজনকে উদ্ধার করে। ঘটনাস্থলেই এক মহিলার মৃত্যু হয়। আহত ৩ জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। জানা গেছে গাড়ির যাত্রীরা হাওড়া থেকে ঝাড়খণ্ডের চাইবাসায় কোনো অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। দুর্ঘটনার পর জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ক্রেনের সাহায্যে গাড়িটিকে উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করে।