ফোকাস বেঙ্গল ডেস্ক, বর্ধমান: নামি সংস্থার নকল চা পাতা বিক্রি হচ্ছে বর্ধমানের বাজারে। শুক্রবার বর্ধমানের তেঁতুলতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল চা পাতা উদ্ধার করলো জেলা দুর্নীতি দমন শাখা।
জানা গিয়েছে, এদিন বর্ধমান শহরের তেঁতুলতলা বাজারে অভিযান চালায় একটি নামী সংস্থার আধিকারিকরা। বর্ধমান জেলা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ এর আধিকারিকদের সঙ্গে নিয়ে অভিযান করেন তারা। সেখানে একাধিক ছোট দোকান গুলি থেকে একটি নামী সংস্থার প্যাকেটে নকল চা পাতা উদ্ধার করেন তারা।

বেশিরভাগই ২৫০ গ্রাম ও ৫০০ গ্রাম এর প্যাকেট বলে জানা গিয়েছে। বাজার এলাকার প্রায় পাঁচটি দোকান থেকে ভূয়া চায়ের পাতা উদ্ধার হয়েছে। সবকটি ক্ষেত্রেই নামী সংস্থার প্যাকেটের মোড়কে নকল চায়ের পাতা গুলি বিক্রি করা হচ্ছিল বলে অভিযোগ। এক দোকানদার মন্টু দত্ত জানান, “ব্যবসায়ীদের পক্ষে চায়ের পাতা গুলি নকল কিনা বোঝা মুশকিল। কোম্পানির তরফ থেকে নির্দিষ্ট কোন গাইডলাইন থাকলে তবেই আসল ও নকলের মধ্যে তফাৎ বোঝা যাবে। ক্রেতাদের প্রয়োজনে ব্যবসায়ীরা চায়ের প্যাকেট গুলি কিনেছিল। কোম্পানির লোক এসেই সেই সামগ্রী সরবরাহ করেছিল। এখন কোনটা নকল আর কোনটা আসল এইসব বোঝা আমাদের কাজ নয়।”
সংস্থার এন্টি পাইরেসি সার্কেল অফিসার অঞ্জন কুমার দাশগুপ্ত বলেন, ” সারা রাজ্যের বিভিন্ন জায়গায় এই অভিযান চালানো হয়েছে। আমাদের কোম্পানির মোড়কে নকল চা পাতা বাজারে বিক্রি হচ্ছে বলে খবর পাওয়া গিয়েছিল। বর্ধমানের বাজারের বেশ কিছু দোকান থেকে নকল চা পাতা উদ্ধার হয়েছে। এই চায়ের প্যাকেটের কোনোও পাকা বিল দোকানদার দেখাতে পারেনি। প্যাকেট গুলি বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি, ক্রেতাদের জানানো হচ্ছে কোনোও বড় দোকান ছাড়া এই চায়ের প্যাকেট গুলি যাতে না কেনা হয়। কেনার সময় অবশ্যই বিল নিতে হবে।’