ফোকাস বেঙ্গল ডেস্ক, গুসকরা: গুসকরা টাউন লায়ন্স ক্লাবের উদ্যোগে ঠান্ডা পানীয় জলের যন্ত্র বসানো হল গুসকরা কলেজে। শুক্রবার সেই যন্ত্রের আনুষ্ঠানিক সূচনা করেন গুসকরার পুরপ্রধান কুশল মুখোপাধ্যায় এবং লায়ন্স ক্লাবের চার্টার প্রেসিডেন্ট, বিশিষ্ট সমাজসেবী রাজেন্দ্রপ্রসাদ আগরওয়াল। উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ড. সুদীপ চট্টোপাধ্যায়, লায়ন্স ক্লাব পরিচালিত রামকুমার মেমোরিয়াল হাসপাতালের চেয়ারম্যান অনন্ত চট্টোপাধ্যায় সহ কলেজের শিক্ষক শিক্ষিকা ও কর্মীবৃন্দ।

অধ্যক্ষ জানান, কলেজে প্রায় চার হাজার পড়ুয়া রয়েছে। এছাড়া প্রতিদিন বিকালে কলেজের মাঠে এলাকার ছেলেমেয়েরা খেলাধুলা ও শরীর চর্চা করতে আসেন। এই যন্ত্র বসানোতে প্রত্যেকে উপকৃত হবেন। লায়ন্স ক্লাবকে তিনি ধন্যবাদ জানান। আগামী দিনে তাঁদের পাশে পাওয়ার আবেদন জানান তিনি। রাজেন্দ্রপ্রসাদ আগরওয়াল জানান, ‘ যন্ত্রটি বসাতে প্রায় দেড় লক্ষ টাকা খরচ পড়েছে। সাধারণ মানুষের জন্য গুসকরার আরো কয়েকটি জনবহুল স্থানে ওই যন্ত্র বসানো হবে। আগামী দিনে কলেজ পড়ুয়াদের নানা ধরণের স্বাস্থ্য পরীক্ষা শিবির করার কথাও জানান তিনি।’ পুরপ্রধান জানান, গুসকরার বিভিন্ন জনহিতকর কাজে লায়ন্স ক্লাব এগিয়ে আসেন। এর আগেও নানা উন্নয়নমূলক কাজে তাঁরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।