ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো বর্ধমান শহরের বড়বাজার এলাকায় মহিলা কলেজের সামনে। প্রাথমিকভাবে স্থানীয়দের অনুমান একটি মোটর সাইকেলের গ্যারেজে রাখা তরল দাহ্য পদার্থ থেকে আগুন লাগার পর পরই দাউদাউ করে ছড়িয়ে পড়তে থাকে সেটি। পাশেই ছিলো বিদ্যুতের ট্রান্সফরমার। সেখানেও ছড়িয়ে পড়ে আগুন।

আর এরপরই একই সারিতে থাকা বেশ কয়েকটি ফাস্ট ফুড সহ অন্যান্য দোকানেও আগুন দ্রুত ছড়িয়ে যায়। হৈ চৈ পড়ে যায় চারিদিকে। প্রায় চারটি দোকান আগুনে ভস্মীভূত হয়ে গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। একটি বড় গাছও আগুনে ঝলসে গেছে বলে খবর।
আগুন লাগার পরই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের একটি ইঞ্জিন। পাশাপাশি বর্ধমান থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি ও ভির সামাল দিতে শুরু করেছে। এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে আসছে বলে জানতে পারা গেছে। উত্তর ফটকের দিক থেকে রানীগঞ্জ বাজার আসার বি সি রোডে যান চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে।