ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: রবিবার বিকালে পঞ্চম দফার ভোটে পূর্ব বর্ধমান জেলায় শেষ প্রচার করে গেলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়। এদিন দুপুর ১টায় তাঁর বর্ধমান শহরের পুলিশ লাইন থেকে জিটি রোড বরাবর ষ্টেশন পর্যন্ত রোড শো করার কথা ছিল। দুপুর ১টার পরিবর্তে মমতা এলেন দুপুর প্রায় সাড়ে তিনটে। পুলিশ লাইন থেকে শুরু হল তাঁর রোড শো। হাজির ছিলেন জেলার ৮টি বিধানসভার তৃণমূল প্রার্থীরা। হাজির ছিলেন হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থক। মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বলয়ে ছিল প্রচুর পুলিশ।
কারণ এর আগে যতগুলি মমতা বন্দোপাধ্যায়কে নিয়ে মিছিল হয়েছে ঘণ্টার পর ঘণ্টা রাস্তার দুধারে মানুষ দাঁড়িয়ে থেকেছেন। অপেক্ষা করেছেন। এদিন তার কোথাও কোথাও অভাব দেখা গেছে। যদিও কেউ কেউ বলেছেন দুপুরে কড়া রোদ এবং বিকাল গড়াতে না গড়াতেই আকাশে কালবৈশাখী মেঘের আনাগোনায় ঘরমুখো হয়ে পড়েছিলেন সাধারণ মানুষ। নয়নয় করেও প্রতিটি বিধানসভা এলাকাতেই রয়েছে প্রায় ২ লক্ষের কাছাকাছি ভোটার। কিন্তু এদিন তৃণমূলের কেন্দ্রীয় মিছিলে কেন তৃণমূল কর্মী সমর্থকদের অভাব – তা নিয়ে তৃণমূল দলেই চুলচেরা বিশ্লেষণ শুরু হয়েছে। এদিন এই মিছিলে বেশ কয়েকজন ব্যারিকেড টপকে ঢুকে মমতাকে ফুলও দিতে যান। রাস্তার পাশ থেকেও ছড়ানো হয় ফুলের পাঁপড়িও।