ফোকাস বেঙ্গল ডেস্ক,শক্তিগড়: শক্তিগড় থানার জোতরাম এলাকায় দিনের বেলায় সোনার দোকানে লুঠ করতে এসে মালিক খোকন দাস কে গুলি চালিয়ে চম্পট দিয়েছিল দুষ্কৃতীরা। গত ২৫তারিখ সকাল সাড়ে ১১টা নাগাদ এই চাঞ্চল্যকর ঘটনার প্রায় চার দিনের মাথায় জেলা পুলিশের ইন্টিলিজেন্স বিভাগের সহায়তায় শক্তিগড় থানার পুলিশ এক যুবককে গ্রেপ্তার করল। এই ঘটনায় জড়িত আরো তিনজন এর খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে বলে পুলিশ সূত্রে জানতে পারা গেছে।
ধৃত ব্যক্তির বাড়ি মেমারি থানার বাগিলা এলাকার বহরমপুর, দক্ষিণপাড়া এলাকায়। ধৃতের নাম শেখ রবি(২৭)। মঙ্গলবার সকালে পুলিশ ধৃতের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে নিয়ে আসে। ঘটনার পুনঃনির্মাণ, এই অপরাধের সঙ্গে যুক্ত বাকি আসামিদের ধরতে এবং আরো আগ্নেয়াস্ত্র উদ্ধারের জন্য এদিনই ধৃত শেখ রবি কে বর্ধমান আদালতে পেশ করে ১৪দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার দিন জোতরাম এলাকায় জল্পনা জুয়েলার্স নামে একটি গহনার দোকানে লুঠ করতে এসে দোকানের মালিক স্বদীপ দাস ওরফে খোকন দাস কে খুব কাছ থেকে গুলি চালিয়ে মোটর সাইকেল নিয়ে পালিয়ে যায় দুই দুষ্কৃতী। প্রত্যক্ষদর্শীদের অনেকেই জানিয়েছেন, দুষ্কৃতীরা সংখ্যায় চারজন ছিল। দুটো মোটর সাইকেলে চারজন এসেছিল। ঘটনার পর দুজন স্থানীয় নান্দুর গ্রামের রাস্তা ধরে পালিয়ে যায়। আরো দুজন অন্য আরেকটি মোটর সাইকেলে ১৯নং জাতীয় সড়ক ধরে শক্তিগড়ের দিকে বেরিয়ে যায়। গুলি চালানোর পর তাড়াহুড়ো করে পালাবার সময় এক দুষ্কৃতীর চটি, রোদ চশমা ঘটনাস্থলে পড়ে যায়। পরে পুলিশ সেগুলো উদ্ধার করে।
ঘটনার তদন্তে নেমে এলাকার ও এলাকার বাইরের বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পুলিশ। সেখান থেকেই একটি মোটর সাইকেলের নম্বর পায় তদন্তকারী অফিসারেরা। সেই সূত্র ধরে পুলিশ মঙ্গলবার ধৃতের বাড়ি থেকে গ্রেপ্তার করে সেখ রবি কে। পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত তার অপরাধ স্বীকার করেছে। পাশাপাশি আরও কারা এই অপরাধে জড়িত ছিল তাদেরও নাম জানিয়েছে। এরপরই পুলিশ পরবর্তী তদন্তের স্বার্থে ধৃতকে নিজেদের হেফাজতে চেয়ে এদিন আদালতে পেশ করেছে।