জেলা

রাস্তার পাশে বাড়িতে ধাক্কা পাথর বোঝাই ডাম্পারের, অল্পের জন্য রক্ষা পরিবারের

ফোকাস বেঙ্গল ডেস্ক,মেমারি: ঘুমের মধ্যেই আচমকা বিকট আওয়াজে পর ভেঙে পড়তে শুরু করলো বাড়ির দেওয়ালের ইট। ধড়ফড় করে কোনরকমে নাতনি, মেয়ে কে নিয়ে উঠে পড়লেন ঠাকুমা। ইটের আঘাতে আহত হলো ১০বছরের মেয়েটা। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পেলেন পরিবারের বাকিরা। কিন্তু কি করে ঘটলো এমন ঘটনা? রবিবার ভোর রাতে বিকট আওয়াজ শুনে পরিবারের লোকজন রাস্তায় বেরিয়ে দেখেন, একটা পাথর বোঝাই ডাম্পার বাড়িতে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি ইলেক্ট্রিক পোলে ধাক্কা মারে। তারপর সেটি পাশের নয়ানজুলিতে গিয়ে নেমে যায়।

দুর্ঘটনাটি ঘটেছে রবিবার ভোর রাতে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত গন্তার বটতলা সংলগ্ন গন্তার লাইব্রেরীর কাছে। প্রত্যক্ষদর্শীদের অনেকে জানিয়েছেন, একটি পাথর বোঝাই ডাম্পার রামপুরহাট থেকে সাতগাছিয়া হয়ে মেমারি দিকে আসার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে একটি বসতবাড়ির কোণে ধাক্কা মেরে একটি ইলেকট্রিক পোলে ধাক্কা মারে। এরপর ডাম্পারটি রাস্তার পাশে নয়ানজুলিতে নেমে যায়। বাড়িটির  কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। বাড়ির ভিতরে ঘুমন্ত অবস্থায় থাকা ১০বছরের একটি মেয়ের আঘাত লাগে।

স্থানীয় লোকজন গাড়িটির চালক কে উদ্ধার করে নিয়ে আসেন। চালক জানিয়েছেন, তিনি ঘুমিয়ে পরায় গাড়িটি খালাসী চালাচ্ছিল। হঠাৎ বিকট আওয়াজ শুনে উঠে পড়লেও দুর্ঘটনা এড়ানো যায়নি। দুর্ঘটনার পরই খালাসী পালিয়ে যায়। স্থানীয় মানুষ এই রাস্তায় গাড়ির গতি নিয়ন্ত্রণের দাবিতে পথ অবরোধ করে। মেমারি থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পুলিশের হস্তক্ষেপে উঠে যায় অবরোধ। মেমারি থানার পুলিশ ঘটনাস্থলে দুটি ক্রেন এনে পাথর বোঝাই ডাম্পার টি কে উদ্ধার করে।

Recent Posts