গলসিতে ধান জমিতে কাজে গিয়ে রহস্যমৃত্যু ক্ষেতমজুর দম্পতির

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: ধান জমিতে চাষের কাজে গিয়ে বৃষ্টির মধ্যে রহস্যজনক ভাবে মৃত্যু হল ক্ষেতমজুর দম্পত্তির। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে গলসি থানার ভেঁপুর গ্রামের পূর্ব পাড়ায়। মৃতদের নাম বিষ্টুপদ বাগদি (৪৩) ও মমতা বাগদি (৪০)। তাঁরা দুজনেই স্থানীয় গ্রামের বাসিন্দা। গ্রামবাসীদের থেকে জানা গিয়েছে, এদিন সকালে তারা মাঠে ধান জমিতে আগাছা পরিস্কারের কাজে গিয়েছিলেন। দুপুর সাড়ে ১২টা নাগাদ কাজ শেষ করে বাড়ির গবাদি পশুর জন্য ঘাস কাটছিলেন। আচমকা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়। এই সময় এই স্বামী স্ত্রী দুজনেই জমিতে ছিটকে পরে যান। একই সময়ই মাঠের উপর দিয়ে যাওয়া এগোরো হাজারের বিদ্যুৎের তার ছিঁড়ে জমিতে পরে যায় বলে জানিয়েছেন স্থানীয়রা।

বিজ্ঞাপন

কিছুটা দূর থেকে গ্রামবাসীদের অনেকে বিষয়টি লক্ষ্য করে দৌড়ে আসেন ঘটনাস্থলে। তাঁরাই জানান, দুইজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। তবে কি কারণে মৃত্যু হল সেই ব্যাপারে কেউই নিশ্চিত করে জানাতে পারেননি। গ্রামবাসীরাই পুলিশ কে এবং বিদ্যুৎ দপ্তরে খবর দিলে গলসি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ দুটি উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষনা করেন। 

স্থানীয়দের প্রাথমিক অনুমান বজ্রপাতের কারনে তাদের মৃত্যু হয়েছে। ওই বিষয়ে বিদ্যুৎ দপ্তরের পূর্ব বর্ধমান সাউথ ডিভিশন ইঞ্জিনিয়ার সুমন পাল জানিয়েছেন, ঘটনাস্থলের আগের পোলের পিন ইনসুলেটারে বাজ পরে তার কটে যায়। তাছাড়া ওই জায়গার বিদ্যুৎের পোলে লাইটিং হয়েছে। তবে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা গেছে কিনা বাজ পড়ে মারা গেছে তা ময়নাতদন্ত না হলে বলা সম্ভব নয়। ঘটনার তদন্ত শুরু করেছে গলসি থানার পুলিশ।

আরো পড়ুন