---Advertisement---

বর্ধমানের আঞ্জিরবাগানে জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনার কবলে মাছের গাড়ি, গুরুতর জখম তিনজন

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: বর্ধমানের আঞ্জিরবাগান এলাকায় ১৯নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনার কবলে মাছের গাড়ি। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে গার্ড রেলে সজোরে ধাক্কা মারে গাড়িটির চালক। দুমড়ে মুচড়ে যায় ম্যাটাডর গাড়িটির সামনের অংশ। দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছে গাড়িতে থাকা প্রায় তিনজন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ আশঙ্কাজনক অবস্থায় জখম ব্যক্তিদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী দের অনেকে জানিয়েছেন, জখম ব্যক্তিদের মধ্যে একজনের কোমরে গুরুতর আঘাত লেগেছে। আরো দুজনের অবস্থা বেশ আশঙ্কাজনক। তারা জানিয়েছেন, মাছের গাড়িটি দুর্গাপুরের দিক থেকে কলকাতার দিকে প্রচন্ড গতিতে যাবার সময় বেলা ১১টা নাগাদ জাতীয় সড়কের ওপর আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গার্ড রেলে সজোরে ধাক্কা মারে। স্থানীয়দের অনুমান, চালক ঘুমিয়ে পরার জন্যই এই দুর্ঘটনার সম্মুখীন হয়েছে গাড়িটি। প্রথমে স্থানীয় লোকজন ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগায়। পড়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়।

See also  বিরল ঘটনার সাক্ষী বর্ধমান মেডিকেল, ২৪ ঘণ্টায় জন্ম নিলো ৯ জোড়া শিশু
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---