---Advertisement---

ভরা গঙ্গায় টিউবের উপর রক্তাক্ত অবস্থায় ভেসে আসা এক বিদেশি সন্ন্যাসী উদ্ধার নাদনঘাটে, আলোড়ন

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,নাদনঘাট: টিউবের ওপর শুয়ে ভরা ভাগীরথী নদীতে ভাসতে ভাসতে আসা এক বিদেশি সন্ন্যাসী কে উদ্ধার করলো নাদনঘাট থানার পুলিশ। সন্ন্যাসীর শরীরে আঘাত থাকায় রক্তক্ষরণ হচ্ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। পুলিশ ওই সন্ন্যাসী কে উদ্ধার করে কালনা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। কি কারণে এই সন্ন্যাসী টিউবের উপর শুয়ে ভরা গঙ্গায় ভাসতে ভাসতে মায়াপুরের দিক থেকে নাদনঘাটের দিকে এলো, সেবিষয়ে ইতিমধ্যেই পুলিশ খোঁজ খবর শুরু করেছে।

বিজ্ঞাপন

জানা গেছে, পূর্বস্থলী এক ব্লকের নসরতপুর পঞ্চায়েতের অন্তর্গত জালুইডাঙ্গায় ভাগিরথী নদীতে নদীয়ার দিক থেকে একটি টিউবের ওপর ভেসে আসা এই সন্ন্যাসী কে সোমবার সকালে দেখতে পায় স্থানীয়রা। স্থানীয় প্রত্যক্ষদর্শী দের অনেকেই জানিয়েছেন, ওই সন্ন্যাসী বিদেশী। ইংরেজিতে কিছু বলার চেষ্টা করছিলেন। নাদনঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে উদ্ধার করে কালনা হাসপাতালে পাঠায় চিকিৎসা করানোর জন্য। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি এই ঘটনায় রহস্য তৈরি হয়েছে।

See also  বন্ধ ঘরে বৃদ্ধের দেহ উদ্ধার মেমারিতে, চাঞ্চল্য
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---