অবাক কান্ড! গাভীর বাঁটে মুখ লাগিয়ে দুধ খাচ্ছে চার বছরের শিশু, ভিডিও ভাইরাল

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,গলসি: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যা কেড়ে নিয়েছে সকলের মন। বলা ভাল যে এই ভিডিও সকলের মন জয় করেছে। কিন্তু কি এমন আছে এই ভিডিওতে? কি আছে তা জানতে হলে দেখতে হবে ভিডিও।

বিজ্ঞাপন

একটি বছর চারেকের শিশু। হাসতে হাসতে গরুর বাঁট ধরে মুখ লাগিয়ে দুধ খেয়ে চলেছে। গরুটিও অবলীলায় নিজের সন্তানের মতো করেই দুধ পান করাচ্ছে শিশুটিকে। কোন অস্থিরতা দেখা যাচ্ছে না তার মধ্যে। শিশুটি নিজের হাতেই গরুর দুধ মুখে ভরে নিচ্ছে। এ দৃশ্য দেখলে মনে হবে যেন শিশুটি এখানে স্বয়ং শ্রী কৃষ্ণ। ভগবান কৃষ্ণও তো এমনটাই করতেন। কত কাণ্ডই না করেছেন তিনি। এই ভিডিও দেখে অনেকে মনেও করছেন ছোট্ট শিশুটিকে হয়তো ভগবান ভেবেই গরুটি মাতৃস্নেহে ভালবাসা বিলিয়ে দিচ্ছে। আশ্চর্যের বিষয় এখানেও শিশুটির নাম হরি। অর্থাৎ কৃষ্ণ।

 

পূর্ব বর্ধমানের গলসির শিল্ল্যা আমবাগান এলাকার বাসিন্দা বাপন বাগদির শিশুপুত্র হরি। বাড়িতেই রয়েছে একটি গাভী। ছোট্ট হরি গরুর সদ্য হওয়া বাছুরের সঙ্গে দিনভর খেলা করে। বাছুর তার মায়ের বাঁটে মুখ দিয়ে দুধ খায়। দাদু কৃত্তিবাস বাগদির হাত ধরে বাড়ির বাইরে খোলা জায়গায় ঘুরতে ঘুরতে হরিও চলে যায় দড়ি দিয়ে বেঁধে রাখা সাদা গাভীর কাছে। বাছুরের দুধ খাওয়া দেখে হরিও সেইভাবেই গাভীর বাঁটে মুখ লাগিয়ে দুধ খেতে শুরু করে দেয়। গাভীটিও নড়াচড়া না করে চুপ করে সন্তান স্নেহে তাকে দুধ খেতে দেয়। ঠিক যেন কৃষ্ণের শিশুবেলা! 

এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তা দেখে তাজ্জব হয়েছেন খোদ শিল্ল্যা ঘাটের মানুষজন। অবাক নেট দুনিয়াও। এলাকার বাসিন্দা দীনবন্ধু দাস বৈরাগ্য বলেন, ‘ আগে কোনওদিন এমন ঘটনার সাক্ষী এই এলাকার কেউ হয়েছেন বলে তিনি মনে করতে পারছেন না। তাঁর কথায়, গল্পে শুনেছেন শ্রীকৃষ্ণ না কি এভাবে দুগ্ধ পান করতেন। এখন নিজের চোখে দেখে নিলাম।’

দিন কয়েক আগের ঘটনা। দাদুর সঙ্গে খামারে ঘুরতে ঘুরতে হরির বাছুরের মতই দুধ খেতে ইচ্ছা করে। দাদুকে সেকথা জানাতেই তিনি প্রথমে একটু আপত্তি করছিলেন এটা ঠিক হবে কিনা ভেবে। কারণ গরুটি ‘চাট’ মারলে নাতির চরম ক্ষতি হয়ে যেতে পারে। কিন্তু হরিও নাছোড়। সে সোজা গরুর পিছনের দুই পায়ের নীচে বসে পড়ে বাঁটে মুখ লাগিয়ে চোঁ চোঁ করে দুধ খেতে শুরু করে। কষ বেয়ে গড়িয়েও পড়ে দুধ। এই দৃশ্য স্থানীয় একজন মোবাইলে ভিডিও করেন। ছড়িয়ে দেন সামাজিক মাধ্যমে। যা ভাইরাল হয়ে গিয়েছে।

কৃত্তিবাস জানান, গাভীটি খুবই শান্ত প্রকৃতির। নাতি যখন দুধ খায় তখন চুপ করে দাঁড়িয়ে দেখেছে। নাতিকে দিব্যি দুধ খেতে দিয়েছে গাভীটি। নড়াচড়াও করেনি এতোটুকু। স্থানীয় বাসিন্দা দীনবন্ধু দাসবৈরাগ্য বলেন, “এমন ঘটনার কথা শ্রীকৃষ্ণের সময় ঘটেছিল শুনেছি। এখন চোখে দেখলাম। হরিও বাঁটে মুখ দিয়ে দুধ খেয়েছে কয়েক মিনিট ধরে।” গ্রামবাসীদের কেউ কেউ রসিকতা করেই বলছেন, হরি তো শ্রীকৃষ্ণেরই আর এক নাম। সে অবলা প্রাণী হলেও হয়তো দৈব জ্ঞান তারও আছে! আবার গৃহপালিত প্রাণীরা বাড়ির সদস্যদের সচারাচর ক্ষতি করেনা। তাই হরি নিশ্চিন্তেই দুগ্ধ পান করতে পেরেছে মা গাভীর।

আরো পড়ুন