---Advertisement---

বর্ধমানে পুলিশি নাকা চেকিংয়ে আটক গাড়ি থেকে উদ্ধার বিপুল পরিমাণ টাকা, চাঞ্চল্য

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: শুক্রবার রাতে নাকা চেকিংয়ের সময় বর্ধমানের তেলিপুকুর এলাকায় ট্রাফিক পুলিশের হাতে ধরা পড়লো ব্যাগ ভর্তি টাকা সহ চারচাকা একটি গাড়ি। কালো রংয়ের গাড়িটির নম্বর WB 42 BC 8570 । এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বর্ধমান থানার আইসি সুখময় চক্রবর্তী, ডিএসপি ট্রাফিক ২ রাকেশ চৌধুরী সহ ট্রাফিক বিভাগের অফিসারেরা। গাড়ির মধ্যে বিপুল পরিমাণ টাকার উৎস সম্পর্কে সঠিক তথ্য দিতে না পারায় পুলিশ চার চাকা গাড়িটি সহ গাড়ির যাত্রীদের আটক করে থানায় নিয়ে আসে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে এই ঘটনায় রহস্য দানা বেঁধেছে। 

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীদের কাছে জানা গেছে, এদিন বর্ধমানের তেলিপুকুর এলাকায় ট্রাফিক পুলিশ নাকা চেকিং চালাচ্ছিল। সেইসময় আরামবাগের দিক থেকে সদরঘাট ব্রিজ পেরিয়ে একটি কালো রংয়ের চার চাকা গাড়ি কে বর্ধমান শহরের দিকে ঢোকার মুখে আটকায় পুলিশ। গাড়ির তল্লাশি করতেই একটি বড় ব্যাগের মধ্যে প্রচুর পরিমাণ পাঁচশো টাকার নোটের বান্ডিল দেখতে পায় পুলিশ। কি কারণে এতো টাকা, কোথা থেকে, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে গাড়ির যাত্রী দের কেউ সদুত্তর দিতে পারেনি বলেই অভিযোগ। বরং সেইসময় যাত্রীরা তাদের বর্ধমানের একাধিক পরিচিত ব্যক্তিদের ফোন করে তাদেরকে হেনস্থা করা হচ্ছে বলে খবর দেয়। যদিও গাড়িতে বিপুল পরিমাণ টাকার হদিস মেলায় এবং সেই টাকার উপযুক্ত কাগজপত্র পুলিশ এর কাছে পেশ করতে না পারায় গাড়ির যাত্রী সহ গাড়িটিকে আটক করে পুলিশ।

See also  খন্ডঘোষে একই রাতে চারটি মন্দিরে চুরি, আতঙ্ক
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---