---Advertisement---

দামোদরে ফাঁদি জলে ধরা পড়ল বিশাল মাছ, দেখতে উপচে পড়ল ভিড়

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,গলসি: দামোদর নদের বালি ঘাটের অস্থায়ী কাঠের সেতুর নিচে ফাঁন্দি জাল লাগিয়ে রাখা হয়েছিল মাছ ধরার জন্য। আর তাতেই ধরা পড়লো প্রায় চার ফুট লম্বা প্রায় ২০কেজি ওজনের এক বিশাল মাছ। ঘটনাস্থল গলসি থানার শিল্ল্যাঘাট। এতো বড় মাছ ধরা পড়ার খবর ছড়িয়ে পড়তেই এলাকার মানুষ ভিড় করেন এই মাছ দেখতে। অনেকে আবার মাছ কে ধরে বিভিন্ন কায়দায় ছবিও তুলে রাখেন।

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দা দীনবন্ধু দাস বলেন,” বাগদি পাড়ার বাসিন্দা অজিত বাগদি এই এলাকায় জাল দিয়ে ছোটখাটো মাছ প্রায়ই ধরেন। এদিনও জাল ফেলে রেখেছিলেন তিনি। বিকেলের দিকে জাল তুলতে এসে তিনি দেখেন, জাল কিছুতে আটকে আছে। টানলে আসছে না। অজিত জলে নেমে দেখতে যায় কোথায় আটকে আছে জাল। তখনই তার হাতে কালো বড় বড় শুঁড়ের মত কিছু এসে লাগে। ভাল করে লক্ষ্য করতেই অজিত বাবু ভয়ে ছিটকে পিছিয়ে আসেন। পরক্ষনেই বুঝতে পারেন তার ছোট জলে এক বিশাল মাছ আটকেছে। এরপরই খুব সাবধানে গোটা জালকে ভালোভাবে খুলে জড়িয়ে প্রায় ২০কিলোর মাছটিকে পাড়ে তুলে নিয়ে আসেন। স্থানীয়রা জানিয়েছেন, চলতি ভাষায় এই আছ কে ‘কেনো’ মাছ বললেও এটি আসলে একটি ক্যাট ফিশ। 

জেলা বিভাগীয় বনাধিকারিক নিশা গোস্বামী বলেন, ‘ছবিতে যা দেখলাম এটা ক্যাট ফিস। বিরল প্রজাতির মাছ এমনটা ভাবার কারন নেই। যেটা অবাক করার সেটা হলো মাছের ওজন। কু়ড়ি কেজির উপরে এই মাছের ওজন এটা সাধারণত দেখা যায় না। এখানে কিভাবে এলো এই মাছ সেটা জানবার বিষয়।” এদিকে এই মাছ ওঠার পরেই অনেকেই এই মাছ কেনার জন্য উদগ্রীব হয়ে ওঠে। দরদামও ঠিক হয়ে যায়। ২০০টাকা কেজি দরে অনেকেই এই মাছ কিনেও নিয়ে যান বাড়িতে। তবে ক্যাট ফিশ সাধারণত বাজারে বিক্রি হয় না। কারণ এই মাছ অন্য মাছের মতো সবাই খায় না। তবে এত বড় মাছ এই এলাকায় এর আগে কেউ ধরেনি বলেই এদিন মাছ দেখতে ভিড় উপচে পড়ে দামোদরের চরে।

See also  বুধবার থেকে বর্ধমান শহরে নতুন নিয়ম লাগু হচ্ছে, সপ্তাহে দুদিন কার্যতP লকডাউন
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---