---Advertisement---

কাটোয়া পুলিশের সাফল্য, ধর্মীয় উৎসবের ভিড়ে চুরি যাওয়া বিপুল পরিমাণ সোনা রুপোর গহনা সহ নগদ টাকা উদ্ধার, গ্রেপ্তার দুই দুষ্কৃতী

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,কাটোয়া: ধর্মীয় উৎসব চলাকালীন ভিড়ের মধ্যে থেকে থেকে চুরি গিয়েছিল অনেকের সোনার গহনা। থানায় সেইসব চুরির ঘটনার অভিযোগ দায়ের হওয়ার পরই তদন্তে নেমে বড়সড়ো সাফল্য পেল কাটোয়া থানার পুলিশ। ঘটনার তদন্ত নেমে কাটোয়া থানার পুলিশ দুজন অভিযুক্ত সহ ২০০ গ্রাম সোনার গহনা, কিছু রুপোর গহনা ও নগদ প্রায় ৯০ হাজার টাকা এবং একটি স্করপিও গাড়ি উদ্ধার করেছে। সোমবার বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই তথ্য জানিয়েছেন কাটোয়ার এসডিপিও কাশীনাথ মিস্ত্রি।

বিজ্ঞাপন

জানা গেছে, গত ২৭ মার্চ কাটোয়ার আখড়া বিষ্টুপুরে বসন্ত উৎসব ও দোল উৎসব চলাকালীন এবং কাটোয়ার জগদানন্দপুরে মহোৎসব চলাকালীন ভিড়ের মধ্যে থেকে বেশ কয়েকজনের সোনার গহনা চুরি হয়ে যায়। এরপরই কাটোয়া থানায় একাধিক লিখিত অভিযোগ জমা পড়ে চুরির ঘটনার। এরপরই কাটোয়া থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। কাটোয়া বিধানসভা জুড়ে থাকা সিসি ক্যামেরার সাহায্য নিয়ে কাটোয়া থানার পুলিশ একটি স্করপিও গাড়িকে সন্দেহ করে এবং সেই গাড়ির নম্বর দেখে অভিযুক্তদের ঠিকানা খুঁজে বার করে পুলিশ। অবশেষে গতকাল অর্থাৎ ৩১ মার্চ হুগলি জেলার পোলবা থানা এলাকায় অভিযান চালিয়ে গহনা চুরির ঘটনায় যুক্ত দুই দুষ্কৃতিকে গ্রেপ্তার করে কাটোয়া থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত দুই অভিযুক্ত সম্পর্কে স্বামী-স্ত্রী। অভিযুক্তদের নাম অন্নপূর্ণা হালদার ও রঞ্জিত হালদার। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের বাড়িতে তল্লাশি চালিয়ে চুরি যাওয়া সোনার হার সহ আরো বেশ কিছু জিনিস উদ্ধার করেছে কাটোয়া থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় ২০০ গ্রাম সোনার গহনা ও তার সাথে বেশ কিছু রুপোর গহনা ও নগদ প্রায় ৯০০০০ টাকা এবং একটি স্করপিও গাড়ি ধৃতদের কাছ থেকে উদ্ধার করেছে পুলিশ।

সোমবার ধৃত দুই অভিযুক্তকে কাটোয়া মহকুমা আদালতে পেশ করে পুলিশ। বিচারক অভিযুক্তদের ৮ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। পুলিশ সূত্রে জানা গেছে,  প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা জানিয়েছে, দীর্ঘ প্রায় ১২ বছর ধরে আরো কিছু সঙ্গী সাথীদের সাথে নিয়ে বিভিন্ন ধর্মীয় স্থানে ভিড়ের সুযোগ নিয়ে এই ধরনের হাতসাফাই তারা করে আসছে। পুলিশ এদিন জানিয়েছে, এই কাজের সাথে আরো অনেকে যুক্ত থাকতে পারে। তদন্ত করে পুলিশ বাকি অভিযুক্তদেরও ধরার চেষ্টা করবে।

See also  সাত সকালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই শিশু সহ তিনজনের মৃত্যু
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---