ক্রাইম

বর্ধমান রেল স্টেশনে উদ্ধার বিপুল পরিমাণ কচ্ছপ, গ্রেপ্তার এক পাচারকারী

ফোকাস বেঙ্গল ডেস্ক, বর্ধমান: ফের বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে উদ্ধার হলো বিপুল পরিমাণ কচ্ছপ। বর্ধমান জিআরপি সূত্রে জানা গেছে, শনিবার ভোরে স্টেশনের ফুট ওভারব্রিজের ওপর থেকে তিনটি ব্যাগ সহ এক ব্যক্তিকে আটক করে পুলিশ। ব্যাগগুলো তল্লাশির সময় তিনটি ব্যাগে মোট ৪৩টি কচ্ছপ বাজেয়াপ্ত করা হয়। পাশাপাশি বন্যপ্রাণ সংরক্ষণ আইন মোতাবেক কচ্ছপ পাচারের অভিযোগে গোপাল সরকার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। ধৃত ব্যক্তির বাড়ি শক্তিগড় এলাকায় বলে পুলিশ জানিয়েছে।

জিআরপি সূত্রে জানা গেছে, এদিন ভোরে অমৃতস্বর – হাওড়া মেল বর্ধমান স্টেশনে ঢোকার পর ধৃত ব্যক্তি তিনটি ব্যাগ নিয়ে লোকাল ট্রেন ধরার জন্য ফুট ওভারব্রিজে অপেক্ষা করছিলো। সেইসময় কর্তব্যরত পুলিশ অফিসারদের সন্দেহ হওয়ায় ওই ব্যক্তিকে আটক করে ব্যাগের তল্লাশি শুরু করতেই প্রচুর কচ্ছপ উদ্ধার হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত জানিয়েছে, উত্তরপ্রদেশের বেনারস থেকে এইসমস্ত কচ্ছপ বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসছিল সে। পুলিশ ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট আইনে মামলা রুজু করে আদালতে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে।