---Advertisement---

বর্ধমানে বিপুল পরিমাণ কচ্ছপ উদ্ধার, আটক পিক আপ ভ্যান

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: পাচারের উদ্দেশ্যে নিয়ে যাবার সময় পুলিশের নজরদারি এড়াতে বিপুল পরিমাণ কচ্ছপ (ইন্ডিয়ান সফট শেল টার্টল) সহ একটি পিক আপ ভ্যান ফেলে পালাল পাচারকারিরা। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের দেওয়ানদীঘি থানার তালিত রেলগেট এলাকায়। পুলিশ ও আর পি এফ সূত্রে জানা গেছে, গাড়িটিতে প্রায় ৩০ টি ব্যাগে ৭৫২টি কচ্ছপ নিয়ে যাওয়া হচ্ছিল। এরমধ্যে দেওয়ানদীঘি থানার পুলিশ ২২টি ও পরে আর পি এফ আরো ৭টি ব্যাগ ভর্তি কচ্ছপ উদ্ধার করেছে। যদিও পাচারকারীরা সবাই পালিয়ে যাওয়ায় কাউকেই ধরতে পারেনি পুলিশ।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানতে পারা গেছে, শনিবার সকাল সাড়ে দশটা নাগাদ একটি পিক আপ ভ্যান হটাৎই তালিত রেল গেট এলাকায় কর্তব্যরত পুলিশ কে দেখে গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে। কিন্তু ভুল রাস্তায় চলে যাওয়ায় পাচারকারীরা গাড়ি ফেলে রেখেই পালিয়ে যায়। স্থানীয় কিছু মানুষ প্রথমে কচ্ছপের ব্যাগ নিয়ে পালানোর চেষ্টা করলেও পুলিশের হস্তক্ষেপে তা সম্ভব হয়নি। ফলে কিছু ব্যাগ রেল লাইনের উপর পড়ে থাকতে দেখা যায়। বাকি ২২টি কচ্ছপ ভর্তি ব্যাগ দেওয়ানদীঘি থানার পুলিশ উদ্ধার করে নিয়ে আসে থানায়। আরপিএফ কে খবর দেওয়া হলে পুলিশ এসে রেল লাইনের উপর থেকে সাতটি ব্যাগ উদ্ধার করে নিয়ে যায়।

আর পি এফ সূত্রে জানা গেছে, ৭টি ব্যাগে মোট ১৮৪টি কচ্ছপ ছিল। অন্যদিকে দেওয়ানদীঘি থানা সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া ২২টি ব্যাগে মোট ৫৬৮টি কচ্ছপ পাওয়া গেছে। কচ্ছপ উদ্ধারের পর পুলিশ ও আরপিএফ বন দপ্তরকে খবর দিলে বন দপ্তরের অফিসার ও উদ্ধারকারী দলের কর্মীরা কচ্ছপগুলো নিজেদের হেফাজতে নিয়ে আসেন রমনা বাগানে। বন দপ্তরের বর্ধমান রেঞ্জের রেঞ্জ অফিসার কাজল বিশ্বাস বলেন, যেভাবে কচ্ছপগুলো কে নিয়ে যাওয়া হচ্ছিল তাতে বেশ কিছু কচ্ছপের আঘাত থাকতে পারে বলে অনুমান। তাই সবকটি কচ্ছপ কে প্রাথমিক চিকিৎসার মধ্যে রাখা হয়েছে। পরবর্তীতে পরিস্থিতি বুঝে কচ্ছপগুলো কে প্রকৃতি তে ছেড়ে দেওয়া হবে।

See also  সরকারি বস্তায় ভরে রেশনের মাল পাচারের অভিযোগে গ্রেফতার রেশন ডিলার সহ এক

পাশাপাশি এই ঘটনায় বন্য প্রাণী সংরক্ষণ আইন মোতাবেক নির্দিষ্ট ধারায় মামলা করা হয়েছে।’ পুলিশ জানিয়েছে, আটক পিক আপ ভ্যানটির নম্বর ধরে পাচারকারীদের হদিস পাওয়ার চেষ্টা করা হচ্ছে। গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। দেখা হচ্ছে গাাড়িটি কোথা থেকে কোথায় যাচ্ছিল। কতজন ছিল গাড়িতে।

শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---