বর্ধমানে ৭ এমএম পিস্তল ও ৬ রাউন্ড গুলি সহ পুলিশের জালে এক অস্ত্র কারবারি

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: আগ্নেয়াস্ত্র বিক্রি করতে এসে বর্ধমান থানার পুলিশের হাতে ধরা পড়ল এক অস্ত্র কারবারি। ধৃতের নাম সুকান্ত মণ্ডল (২৬)। বাড়ি মেমারি থানার চোতখণ্ড গ্রামে। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবরের ভিত্তিতে শনিবার রাত ১১টা নাগাদ অভিযান চালিয়ে বর্ধমান শহরের পাঞ্জাবি পাড়া পেট্রোল পাম্প এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করা হয় ওই যুবক কে। ধৃতের কাছ থেকে একটি ৭ এমএম পিস্তল ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। রবিবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করে ১৪দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়। বিচারক ধৃতকে ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গিয়েছে, খবর ছিল ধৃত সুকান্ত মন্ডল কাউকে ওই আগ্নেয়াস্ত্র বিক্রি করার জন্য এসেছে। এরপরই পুলিশের একটি দল শহরের পাঞ্জাবি পাড়া এলাকায় অপেক্ষা করতে শুরু করে। এরই মধ্যে রাত সাড়ে দশটা নাগাদ এক যুবক কে সন্দেহজনক ভাবে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞাসাবাদ করতেই ওই যুবক পালিয়ে যাবার চেষ্টা করে। সেই সময় তাকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ। তল্লাশিতে ওই যুবকের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত সুকান্ত মণ্ডলের এর বিরুদ্ধে এর আগেও জেলার বিভিন্ন থানায় অপরাধমূলক একাধিক মামলা রয়েছে। কাটোয়া থানায় ধৃতের বিরুদ্ধে মাদক সংক্রান্ত মামলার অভিযোগ রয়েছে। মেমারি থানাতেও ধৃতের বিরুদ্ধে অপরাধমূলক অভিযোগ রয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃত সুকান্ত মন্ডল এর আগে মাদকাসক্ত ছিল। তার জন্য সে কিছুদিন রিহ্যাব সেন্টারেও কাটিয়েছে।

তবে এখন মাদকের পাশপাশি অস্ত্র কেনাবেচা ব্যবসাতেও যুক্ত হয়েছে বলে পুলিশ জানতে পেরেছে। পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করা হচ্ছে বাজেয়াপ্ত আগ্নেয়াস্ত্র ধৃত ব্যক্তি কার কাছ থেকে এবং কোথা থেকে নিয়ে এসেছিল। কাকেই বা সেটা বিক্রি করতো। এই কারবারের সঙ্গে আরো কারা জড়িত রয়েছে সে ব্যাপারেও ধৃতকে জিজ্ঞাসাবাদ করে তদন্ত শুরু করেছে পুলিশ।

আরো পড়ুন