---Advertisement---

রান্নার গ্যাস থেকে আগুন লেগে ভস্মীভূত মাটির বাড়ি

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,রায়না: রান্নার গ্যাস সিলিন্ডারের গ্যাস লিক করে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেল একটি গৃহস্থের মাটির বাড়ি। ঘরের আসবাবপত্র থেকে শুরু করে দরকারি নথিপত্র, ধান বিক্রি করে রাখা টাকা, এমনকি সোনা, রুপোর গহনাও আগুনে পুড়ে শেষ হয়ে গেছে বলে জানিয়েছেন বাড়ির মালিক শেখ মুজিবর। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে সোমবার রাত সাড়ে ১১টা নাগাদ পূর্ব বর্ধমানের রায়না থানার হিজলনা অঞ্চলের বেলশর এলকার গেরুডাঙ্গায়।

বিজ্ঞাপন

আগুন লাগার পর পরিবারের লোকজনের চিৎকার চেঁচামেচি শুনে প্রতিবেশীরা ছুটে এসে সাবমার্সিবল চালিয়ে জল দিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও মাটির বাড়িটির দুটি ঘর সহ ঘরের ভিতরের সমস্ত সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। আগুন লাগার খবর পেয়ে রায়না থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত করা হবে। যদিও এই অগ্নিকাণ্ডের ঘটনায় পরিবারের কোন ব্যক্তি আহত হয়নি।

বাড়ির কর্ত্রী হালিমা বেগম জানিয়েছেন, হটাৎ করে রান্নার গ্যাস থেকে আগুন লেগে বাড়ির সবকিছু পুড়ে গেছে। আমরা নিঃস্ব হয়ে গেছি। এখন কোথায় থাকবো, কি খাবো সেই ভেবেই হাত পা কাঁপছে। আমাদের আর কোন কিছুই বেঁচে নেই। আগুনে সব শেষ হয়ে গেছে। শেখ মুজিবর জানিয়েছেন, রান্না করার পর গ্যাস বন্ধ করাই ছিল। তবু গ্যাস লিক করছিল মনে হয়। গ্যাসের কাছেই একটি হ্যারিকেন জ্বলছিল। সেটি থেকেই সম্ভবত আগুন লেগে যায়। আগুন নেভানোর আগেই আমাদের ঘরের সবকিছু জ্বলে শেষ হয়ে গেছে। মুজিবর বাবু জানিয়েছেন, আজই ধান বিক্রি করে বাড়িতে কিছু টাকা নিয়ে এসে রেখেছিলাম। সেই টাকাও আগুনে পুড়ে শেষ হয়ে গেছে।

See also  বর্ধমানের রাস্তার বুক চিরে রং তুলি দিয়ে লেখা হচ্ছে করোনা সতর্কীকরণ প্রচার
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---