জেলা

বর্ধমানে জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস, আহত চারজন

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: আরামবাগ থেকে বরাকার যাওয়ার পথে বর্ধমানের গোদার কাছে জাতীয় সড়কে ভয়ানক দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস। নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়ক থেকে পাশে নিচে নির্মীয়মান একটি রাস্তা ও নয়ানজুলির মাঝে মুখ থুবড়ে ঢুকে গেল বাসটি। ভাগ্যক্রমে বাসটিতে যাত্রী সংখ্যা কম থাকায় আহতের সংখ্যা কম হয়েছে। দুর্ঘটনায় কমবেশি চারজন আহত হয়েছেন। তাদের মধ্যে দুজন বাসের কর্মী ও দুজন যাত্রী বলে জানতে পারা গেছে। তাদের কে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পর বর্ধমান থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করার পাশাপাশি দুর্ঘটনাগ্রস্থ বাসটিকে ক্রেনের সাহায্যে টেনে তুলে সোজা করে। স্থানীয় সূত্রে জানা গেছে, জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ চলার জন্য রাস্তার বিভিন্ন জায়গায় গার্ড ওয়াল লাগিয়ে দিক পরিবর্তন করতে হচ্ছে। এরফলে কোন কোন জায়গায় রাস্তা সংকীর্ণ হয়ে গেছে।

তবে বাসের কোন যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা, নাকি বেপরোয়া গতির কারণে কিংবা রাস্তার কারণে – সেই বিষয়ে কেউই সঠিকভাবে কিছু জানাতে পারেননি। যদিও দুর্ঘটনার পরই বাসটির চালক পালিয়ে যায় বলে পুলিশ সূত্রে জানা গেছে। তবে স্থানীয় প্রত্যক্ষদর্শীদের অনেকে জানিয়েছেন, বাসটি অত্যধিক গতিতে যাচ্ছিল। আর সেই কারণেই এই দুর্ঘটনা।