ক্রাইম

গলসির দুই নাবালিকা নিখোঁজ কাণ্ডে আসানসোল থেকে গ্রেপ্তার এক ব্যক্তি

ফোকাস বেঙ্গল ডেস্ক,গলসি: তিন মাস আগে বাড়ি থেকে বেরিয়ে আর ফিরে আসেনি গলসি থানার কুলগড়িয়া ও খানো এলাকার দুই নবালিকা। মেয়েদের খুঁজে না পেয়ে তাদের পরিবারের লোক গলসি থানায় নিখোঁজের ডাইরি নথিভুক্ত করেছিলেন। পুলিশ সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছিল। আর এরই মধ্যে নাটকীয় মোড় নিলো তদন্তের।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, হঠাৎই দুই নাবালিকার মধ্যে একজনের বাড়িতে এস হাজির হয় রাহুল মন্ডল নামে এক ব্যক্তি। সে ওই নাবালিকার বাবা মা কে জানায়, সে জানে তাদের মেয়ে কোথায় আছে। তার সঙ্গে গেলে তারা তাদের মেয়েকে উদ্ধার করে দেবে। এরপর রাহুলের কথা অনুযায়ী রবিবার বিহারগামী একটি ট্রেনে উঠে রওনা দেয় ওই নাবালিকার বাবা,মা ও রাহুল।

কিন্তু এরই মধ্যে কোনোভাবে পুলিশের কাছে এব্যাপারে খবর চলে আসে। দেরী না করে পুলিশ ওই ট্রেনটিকে ধরার উদ্দেশ্যে বেরিয়ে পরে। খবর দেওয়া হয় আসানসোল জিআরপি থানাতেও। অবশেষে আসানসোল স্টেশনে ট্রেন থামলে রাহুল মন্ডল সহ নাবালিকার খোঁজে যাওয়া তার বাবা মাকে আটক করে গলসি থানায় নিয়ে আসে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর রাহুল মন্ডল কে পুলিশ গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত রাহুল মণ্ডলের বাড়ি পানাগড় এলাকায়। সোমবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়েছে।

পাশাপাশি নাবালিকা মেয়ে দুটিকে উদ্ধার করার জন্য ধৃত কে জিজ্ঞাসাবাদের প্রয়োজনে পুলিশি হেফাজতের আবেদন জানিয়েছে তদন্তকারী পুলিশ অফিসার। পুলিশ সূত্রে জানা গেছে, রাহুল মন্ডল কে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলেই নাবালিকাদের খোঁজ পাওয়া যাবে বলে অনুমান। পুলিশ ইতিমধ্যেই নাবালিকাদের উদ্ধারের ব্যাপারে প্রস্তুতি নিতে শুরু করেছে।

Recent Posts