ভর সন্ধ্যায় বর্ধমানে সরকারি বাসের চাকায় পড়ে জখম এক ব্যক্তি

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: ভর সন্ধ্যায় শহরের মধ্যে দিয়ে যাবার সময় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাসের চাকায় পড়ে গুরুতর জখম হলেন এক পথচারী। দুর্ঘটনাটি ঘটেছে বর্ধমান পুরসভার সামনে জি টি রোড ও আরওবি-র সিগন্যালে। আহত ব্যক্তির নাম নিখিলেশ মন্ডল। তিনি লোকো আমবাগান এলাকায় রেলওয়ে কোয়ার্টারের বাসিন্দা। পেশায় রেল কর্মী বলে পুলিশ জানিয়েছে। দুর্ঘটনায় নিখিলেশ বাবুর একটি পা গুরুতর জখম হয়েছে। পুলিশ দুর্ঘটনার পরই দ্রুত তাকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

বিজ্ঞাপন

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, এদিন সন্ধ্যে সারে ৭টা নাগাদ কলকাতা থেকে মালদাগামী যাত্রীবোঝাই একটি সরকারি বাস কার্জন গেট হয়ে রেলওয়ে ওভার ব্রিজে ওঠার আগে সিগন্যালে দাঁড়িয়ে ছিল। সেই সময় নিখিলেশ মন্ডল নামে ওই ব্যক্তি ওই বাসটি ধরার জন্য পিছন থেকে এগিয়ে আসেন। কিন্তু সিগন্যাল হয়ে যাওয়ায় বাসটি এগিয়ে যায়। আর সেই সময় তাড়াহুড়োয় বাসের পিছনের চাকায় পড়ে যান ওই ব্যক্তি। তার পায়ের উপর দিয়ে চলে যায় বাসের চাকা। দুর্ঘটনার পর স্থানীয় জনতা ছুটে আসেন। সাময়িক উত্তেজনা তৈরী হলেও ট্রাফিক পুলিশের তৎপরতায় দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

জখম ব্যক্তিকে উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে। এদিকে এই দুর্ঘটনার পর স্থানীয় ব্যবসায়ী ও পথ চলতি মানুষ অভিযোগ করেছেন, এই এলাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। কোনো সময় টার্ন নিতে গিয়ে টোটো উল্টে যাচ্ছে, আবার সিগন্যাল বুঝতে না পেরে মোটর সাইকেল আরোহীদের অনেকে দুর্ঘটনার মুখে পড়ছেন। তাদের দাবি, অবিলম্বে শহরের মধ্যে দিয়ে দূরপাল্লার বাস যাতায়াত বন্ধ কর উচিত।

আরো পড়ুন