জেলা

বর্ধমানের উপকন্ঠে রেনেসাঁ উপনগরিতে চালু হল পুলিশ ক্যাম্প

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: ডানকুনি থেকে পানাগড় পর্যন্ত ১৯নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ চলছে দ্রুত গতিতে। আর এর ফলে রাস্তার দুপাশের বহু জনবসতি পূর্ন এলাকা, টাউনশিপ জাতীয় সড়কের কাছাকাছি চলে এসেছে। স্বাভাবিকভাবেই দুর্ঘটনা এড়াতে বিভিন্ন থানার পুলিশ ও প্রশাসন একাধিক ব্যবস্থা গ্রহণ করছে। আর এরই মাঝে বর্ধমান শহরের উপকন্ঠে রেনেসাঁ টাউনশিপ ও আশপাশের এলাকাকে আরো সুরক্ষিত করার লক্ষ্যে শনিবার থেকে চালু করা হল নতুন পুলিশ ক্যাম্পের।

শ্রাচী গ্রুপের সহযোগিতায় বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে এই নতুন পুলিশ ক্যাম্পের এদিন উদ্বোধন করলেন জেলা পুলিশ সুপার কামনাশিস সেন। উপস্থিত ছিলেন শ্রাচী গ্রুপের কর্ণধার সহ অন্যান্য কর্তা ব্যক্তিরা। পুলিশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিংহ রায়, ডি এস পি ট্রাফিক ২ রাকেশ কুমার চৌধুরী, বর্ধমান থানার আইসি সুখময় চক্রবর্তী প্রমুখ।

জানাগিয়েছে, বর্ধমান সদর থানার অধীনে এই ক্যাম্পটি চালু করা হল। রেনেসাঁ উপনগরী ও আশেপাশের এলাকার মানুষ এখানে অভিযোগ জানাতে পারবেন। এছাড়া, জাতীয় সড়ক এলাকায় দুর্ঘটনা ও নিরাপত্তার সংক্রান্ত বিষয়ে এই ক্যাম্প থেকে সহায়তা পাওয়া যাবে। এই ক্যাম্পে জমা পড়া অভিযোগ বর্ধমান সদর থানা পর্যবেক্ষন করবে। জেলা পুলিশ সুপার কামনাশিস সেন বলেন, ‘এই ক্যাম্পে একজন এসআই, একজন এএসআই ও একজন কনষ্টেবল পদের পুলিশ কর্মী থাকবেন। বর্ধমান শহর থেকে দূরে এই এলাকায় এই ক্যাম্পের মাধ্যমে এলাকার মানুষ পরিষেবা পাবেন। সাধারণ মানুষ যেকোনও ধরনের অভিযোগ দায়ের করতে পারবেন। পরবর্তীকালে বর্ধমান থানা সেগুলি খতিয়ে দেখবে।’

সংস্থার জনসংযোগ আধিকারিক রজতশুভ্র মুখতি জানান,” শ্রাচীর পক্ষ থেকে প্রায় ২০ কাঠা জমি এই ক্যাম্প তৈরির জন্য দেওয়া হয়েছে। রেনেসাঁ উপনগরি ছাড়াও এলাকার বসবাসকারী মানুষ এখান থেকে পরিষেবা পাবেন। আধুনিক প্রযুক্তির মাধ্যমে এই ক্যাম্প তৈরি করা হয়েছে। প্রয়োজনে এই ক্যাম্পের কাঠামো অন্যত্র সরিয়ে নেওয়া যাবে।”

Recent Posts