শক্তিগড়ে লরির ধাক্কায় পুলিশ কর্মীর মৃত্যু

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,শক্তিগড়: কর্তব্যরত অবস্থায় ১৯নম্বর জাতীয় সড়কে শক্তিগড় এলাকায় লরির ধাক্কায় মৃত্যু হলো পুলিশের এক অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরের। মৃত পুলিশ কর্মীর নাম বিলাস সাধুখাঁ (৪৭)। বাড়ি হুগলির জেলার বলাগড় থানার বাঁশা এলাকায়। তিনি পূর্ব বর্ধমানের মাধবডিহি থানায় কর্মরত ছিলেন। তদন্তের কাজে মঙ্গলবার রাতে মোটর সাইকেল নিয়ে বিলাস সাধুখাঁ শক্তিগড় এলাকায় গিয়েছিলেন। রাত সারে দশটা নাগাদ কাজ সেরে সেখান থেকে ফেরার পথে জাতীয় সড়কের উপর আমড়ার কাছে একটি কাটআউটে একটি লরি তাকে ধাক্কা মারে। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে অনাময় হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক বিলাস বাবুকে মৃত ঘোষণা করেন। মর্মান্তিক এই ঘটনায় পুলিশ মহলেও শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাধবডিহি থানার ওসি উত্তাল সামন্তের সঙ্গে একটি কেসের বিষয়ে আলোচনা করে রাত সারে ৯টা নাগাদ শক্তিগড়ের উদ্দেশ্যে বেরিয়ে আসেন বিলাস বাবু। আর এর কিছুক্ষণ পরেই শক্তিগড় থানার পক্ষ থেকে মাধবডিহি থানায় ফোন করে দুর্ঘটনার খবর দেওয়া হয়। বুধবার সকালে অনাময় থেকে দেহ নিয়ে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে মাধবডিহি থানায় নিয়ে আসা হয় অফিসারের দেহ। সেখানেই ওসি সহ অনান্য পুলিশ কর্মীরা শেষ শ্রদ্ধা জানান তাঁকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে বিলাস বাবুর স্ত্রী ও দুই কন্যা রয়েছে। জেলার পুলিশ সুপার কামনাশীস সেন এই ঘটনায় গভীর দুঃখপ্রকাশ করেছেন। মৃত পুলিশ কর্মীর পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন।

আরো পড়ুন