---Advertisement---

বর্ধমানে তরল মাদকসহ এক পাচারকারী গ্রেফতার

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: গোপন সূত্রে খবর পেয়ে বর্ধমানের নবাবহাট বাস স্ট্যান্ড এলাকা থেকে মাদকদ্রব্য সহ এক ব্যক্তিকে গ্রেফতার করলো বর্ধমান থানার পুলিশ। ধৃত ব্যক্তির নাম মীর বাদশা। বাড়ি বর্ধমানের খাগড়াগর এলাকায়।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গেছে, মীর বাদশা বুধবার যখন বাস থেকে নামে তখনই পুলিশ তাকে আটক করে তল্লাশি করলে তার কাছে থাকা ব্যাগ থেকে ১ কেজি ৭০০ গ্রাম তরল মাদকদ্রব্য উদ্ধার হয়। এরপরই তাকে গ্রেফতার করে বর্ধমান থানার পুলিশ।

পুলিশের অনুমান এই তরল কোডাইন নামক মাদকদ্রব্য। ডিএসপি ট্রাফিক ২ রাকেশ চৌধুরী বলেন, ‘ এই মাদকদ্রব্য কোথা থেকে আনা হচ্ছিল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল সেব্যাপারে তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ। আগামীকাল ধৃতকে আদালতে পেশ করা হবে।

শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---