---Advertisement---

১৪৬টি জীবিত কচ্ছপ সহ এক পাচারকারী গ্রেপ্তার বর্ধমান রেল স্টেশনে

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: ১৪৬ টি জীবিত কচ্ছপ সহ এক পাচারকারীকে গ্রেপ্তার করেছে বর্ধমান রেল স্টেশনের জিআরপি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ব্যক্তির নাম আশীষ হালদার। ধৃতের বাড়ি নদীয়া জেলার চাকদায়। ধৃতের বিরুদ্ধে বন্যপ্রাণী সুরক্ষা আইনের ধারায় মামলা রুজু করে শুক্রবার বর্ধমান আদালতে পাঠিয়েছে পুলিশ। পাশাপাশি উদ্ধার হওয়া জীবিত ১৪৬টি কচ্ছপ কে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

জিআরপি সূত্রে জানা গেছে, গতকাল দুপুর দুটো নাগাদ বর্ধমান জিআরপি থানার উদ্যোগে অ্যান্টি সাবতেজ চেকিং এবং প্ল্যাটফর্ম চেকিং চালাচ্ছিলেন জিআরপি থানার ওসি চিন্তাহরন সিংহ ও অন্যান্য পুলিশ কর্মীরা। সেই সময় বিশেষ সূত্র মারফত খবরের ভিত্তিতে বর্ধমান রেলওয়ে স্টেশনের ছয় সাত নম্বর প্লাটফর্মের আসানসোলের দিকে এক ব্যক্তি কে দেখে সন্দেহ হওয়ায় পুলিশ ওই ব্যক্তিকে আটক করে।

এরপরই ওই ব্যক্তির কাছে থাকা ব্যাগ পরীক্ষা করতেই পুলিশ দেখতে পায় ন’ টি ব্যাগের ভিতরে প্রচুর পরিমাণে জ্যান্ত কচ্ছপ রয়েছে। বর্ধমান জিআরপি থানার ওসির নেতৃত্বে বাকি পুলিশ কর্মীরা এরপর সবকটি ব্যাগের তল্লাশি করে ১৪৬টি ছোট বড় মাপের কচ্ছপ উদ্ধার করে। এরপরই আটক ব্যক্তিকে বন্য প্রাণী সুরক্ষা আইনের (wild life protection Act’1972 ) ধারায় গ্রেপ্তার করে পুলিশ। আজ ধৃত ব্যক্তিকে বর্ধমান আদালতে পেশ করা হয়েছে।

See also  গরু চুরি করতে গিয়ে ধরা পরে গণপিটুনির ঘটনায় মৃত্যু অজ্ঞাত পরিচয় ব্যক্তির, তদন্তে মেমারি পুলিশ
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---