---Advertisement---

গলসির সিমনোড়ে সেচখালের ধারে জমি থেকে উদ্ধার অদ্ভুত ধাতব বস্তু, চাঞ্চল্য

Souris Dey

Published

সৌরীশ দে,গলসি: ডিসিসি সেচ খালের পাশে জেসিবি মেশিন দিয়ে জমি সমান করার কাজ করার সময় মাটির নিচ থেকে উদ্ধার হল অদ্ভুত এক ধাতব বস্তু। যা নিয়ে এলাকায় তীব্র চাঞ্চল্যের পাশাপাশি রহস্য তৈরি হয়েছে। কিভাবে এই অদ্ভুত দর্শন ধাতব বস্তুটি সেখানে পৌঁছাল তা নিয়ে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে স্থানীয় মানুষ থেকে পুলিশ মহলে। বস্তুটি আসলে কি, তার সঠিক নির্ণয়ের জন্য ইতিমধ্যেই সেনাবাহিনী কে খবর দেওয়া হয়েছে। পাশাপাশি এই এলাকার ইতিহাস সম্পর্কেও খোঁজ খবর নিতে শুরু করেছে পুলিশ।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গেছে, পূর্ব বর্ধমানের গলসি থানার পারাজ গ্রাম পঞ্চায়েতের সিমনোড় এলাকায় বুধবার সকালে সেচ খালের ধারে জমি সমান করার কাজ চলছিল। আচমকা জেসিবি মেশিনের চালক একটি আওয়াজ শুনে মেশিন বন্ধ করে বিষয়টি দেখতে নিচে নামেন। তখনই তার নজরে আসে মাটির নিচে লম্বা, ডিম্বাকৃতি লোহা জাতীয় একটি বস্তু রয়েছে।

এরপর সেটিকে মাটি থেকে তুলে পাশে রাখা হয়। খবর দেওয়া হয় পুলিশ কে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আপাতত কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। পাশাপাশি বস্তুটি আসলে কি তা জানার জন্য পানাগড় সেনা ছাউনির আধিকারিকদের খবর দেওয়া হয়েছে। তবে প্রাথমিক ভাবে স্থানীয় ও পুলিশের অনুমান এটি একটি মর্টার এর শেল। যেটা কোনো কারণে ব্যবহার হলেও বিস্ফোরণ না হওয়ায় পরিত্যক্ত হয়ে যায়। এবং প্রাকৃতিক নানান ঝর ঝাপটায় এটি মাটির নিচে চাপা পড়ে যায়। যদিও এটি এই এলাকায় কিভাবে এলো সেবিষয়ে কোন স্পষ্ট ধারণা দিতে পারেনি কেউই।

See also  আগুনে ভস্মীভূত বসতবাড়ি, শীতের রাতে রাস্তায় অসহায় পরিবার, পাশে থাকার আশ্বাস বিডিওর
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---