পশ্চিমবঙ্গ

ঘুড়ি ধরতে গিয়ে ট্রেনের ধাক্কায় ছাত্রের মৃত্যু

FOCUS BENGAL

FOCUS BENGAL

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: ঘুড়ি ধরতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক ছাত্রের। মৃতের নাম রাজগুরু চট্টোপাধ্যায়(১৪)। তার বাড়ি বর্ধমান শহরের নাড়িকলোনী অরবিন্দপল্লীতে। সে টাউন স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিল।

বিজ্ঞাপন

মঙ্গলবার বিকালে ঘুড়ি ধরতে গিয়ে কালনাগেটের বাঁকা ব্রিজের কাছে বর্ধমান হাওড়া লাইনের একটি ট্রেন তাকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। জিআরপি বালকটির দেহ উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজের মর্গে পাঠায়।

Advertisement